IPL Rule Change : এক নয় জোড়া আঘাতের সুযোগ, আইপিএলের এক ওভারে এবার থেকে দুই বাউন্সার
Bouncer Rule : দেশের ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়ার টি ২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চলতি মরশুমেই (২০২৩-'২৪) প্রথমবার এক ওভারে জোড়া বাউন্সারের ছাডপত্র দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
দুবাই : বিশের মঞ্চে বলের বদলে ব্যাটের পাল্লা ভারী থাকারই নজির দেখা যায় বরাবর। ব্যাটারদের বিধ্বংসী দাপটে বড় রান ওঠা যেন যে কোনও টি ২০ ম্যাচেরই দস্তুর। আস্তিনের একাধিক অস্ত্র দিয়ে নেমে বেশিরভাগ বোলারই যেন চার-ছয়ের বন্যা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। কিন্তু আগামী আইপিএলে (IPL 2024) বদলাতে চলেছে ছবিটা। ব্যাটে-বলে লড়াইয়ের ক্ষেত্রে যাতে সামঞ্জস্য আরও খানিকটা বাড়ানো যায়, সেজন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সালের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (Indian Premier League) থেকে ওভারে মাত্র একটি নয়, বোলাররা করতে পারবেন দুটি করে বাউন্সার (Bouncer)। স্লোয়ার হোক বা তীব্র গতিতে, হেলমেটের পাশ দিয়ে চিন মিউজিক শুনিয়ে উড়ে যাওয়া বলে বেশিরভাগ ব্যাটারকেই দেখা যায় ব্যাক ফুটে পিছিয়ে যেতে। তাই এক ওভারে জোড়া বাউন্সার অস্ত্র আঘাত হানার ছাড়পত্র বোলারদের বেশ কিছুটা সুবিধা দেবে বলেই প্রত্যাশা ক্রিকেটমহলে।
প্রসঙ্গত, দেশের ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়ার টি ২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চলতি মরশুমেই (২০২৩-'২৪) প্রথমবার এক ওভারে জোড়া বাউন্সারের ছাডপত্র দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএলের মঞ্চেই সেই রাস্তায় হাঁটা হচ্ছে। এর আগে নিয়ম ছিল ওভারে একটি মাত্র বাউন্সার বল করতে পারবেন বোলাররা। দ্বিতীয় বাউন্সার আছড়ে ফেললে সেক্ষেত্রে বলটি নো'বল হিসেবেই ধার্য হত।
আগামী আইপিএলে জোড়া বাউন্সারের ছাড়পত্রের যে পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত জয়দেব উনাদকাত। একাধিক আইপিএলে খেলা অভিজ্ঞ ভারতীয় পেসারের মতে, বোলারদের অনেকটাই সুবিধা করে দেবে এক ওভারে দুটি বাউন্সারের ছাড়পত্র।
এদিকে, আসন্ন আইপিএলেও বজায় থাকবে ইমপ্যাক্ট প্লেয়ারের (Impact Player) নিয়ম। গত আইপিএলে যে নতুন নিয়ম এনেছিল আইপিএল কর্তৃপক্ষ। যেখানে ব্যাটিং বা বোলিংয়ের সব ফ্র্যাঞ্চাইজি দলগুলি একজন ক্রিকেটারকে বদল করতে পারব দলের প্রয়োজনে। যা নিয়ে প্রশংসা-সমালোচনা জারি ছিল। যদিও সেই নিয়মের অন্যথা হচ্ছে না আগামী আইপিএলেও।
এদিকে, সূত্রে খবর, আগামী বছরের মার্চ থেকে মে পর্যন্ত হতে পারে আইপিএল। ভারতের লোকসভা নির্বাচনের সূচি দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন- আজ নিলামের মঞ্চে ক্রিকেটারদের দর হাঁকাবেন এই সুন্দরীই, কে এই মল্লিকা সাগর ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে