এক্সপ্লোর
যখন বাটলারকে নিউজিল্যান্ডের প্লেয়ার ভেবেছিলেন এবি ডিভিলিয়ার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারের। আর প্রথম দেখাতে বাটলারকে নিউজিল্যান্ডের খেলোয়াড় বলে ভেবে নিয়েছিলেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি'।
নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারের। আর প্রথম দেখাতে বাটলারকে নিউজিল্যান্ডের খেলোয়াড় বলে ভেবে নিয়েছিলেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি'। বাটলারের কাছে জানতে চেয়েছিলেন, নিউজিল্যান্ডের কোথায় তাঁর বাড়ি। আর মজার ঘটনা সম্পর্কে নিজেই জানিয়েছেন বাটলার।
২০১৯-এ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য বাটলার আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান ডিভিলিয়ার্সই তাঁর আদর্শ খেলোয়াড়। আর নিজের স্বপ্নের খেলোয়াড়ের সঙ্গে প্রথম সাক্ষাতেই মজাদার ঘটনা নিজেই জানিয়েছেন বাটলার।
তিনি বলেছেন, ক্রিকেট খেলা শুরুর সময় ডিভিলিয়ার্সই আমার আদর্শ ছিলেন। তাঁর খেলা আমার খুব ভালো লাগত। ওঁর ব্যাটিং দুরন্ত।
আইপিএলে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বাটলার ইশ সোধির সঙ্গে পোডকাস্টে এ কথা জানিয়েছেন। এই শো রাজস্থায় রয়্যালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মঙ্গলবার অন এয়ার হয়।
বাটলার বলেছেন, আইপিএলে যখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলতেন তখন ডিভিলিয়ার্সের সঙ্গে সাক্ষাত্ হয়। ম্যাচের পর হোটেলে ফিরে বিয়ার পান করবেন বলে বাটলারকে বলেছিলেন এবি।
বাটলার বলেছেন, এ কথা শুনে রোমাঞ্চিত হয়ে গিয়েছিলাম। আর ওই সময়টা দারুণ কেটেছিল। আমার গার্লফ্রেন্ডকে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলাম।
বাটলার বলেছেন, আমরা মিনিট কুড়ি কথা বলেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। ওই সময়ই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নিউজিল্যান্ডের কোথায় বাড়ি আমার। আমি ইংল্যান্ডের। কিন্তু তিনি আমাকে নিউজিল্যান্ডের প্লেয়ার ভেবে নিয়েছিলেন।
গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ত্রয়োদশ আইপিএলের। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম দফায় ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছিল। ১৪ এপ্রিল ওই লকডাউনের শেষদিন এর মেয়াদ ৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের আয়োজনের সম্ভাবনা কার্যত বিশ বাঁও জলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement