Sourav Ganguly: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Kolkata: আইপিএল-এর দু’টি প্লে অফ ম্যাচ হবে ইডেনে। করোনা আবহে এতদিন দর্শকশূন্য মাঠে খেলা হলেও, এবারের আইপিএল-এ দর্শকদের প্রবেশাধিকার থাকছে। সে বিষয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন সৌরভ।
![Sourav Ganguly: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI President Sourav Ganguly is going to Nabanna to meet West Bengal Chief Minister Mamata Banerjee Sourav Ganguly: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/28/0e3b42cdac32921bfea68f562db3197d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌমিত্র রায়, কলকাতা: বিকেলে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (BCCI President Sourav Ganguly) বৈঠক। আজ বিকেলে নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএল প্লে অফ নিয়ে আলোচনা হতে পারে
ইডেনে আইপিএলের ম্যাচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বিসিসিআই সভাপতি, খবর সূত্রের। ১০০ শতাংশ দর্শক নিয়ে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ হবে ইডেনে। ২৪ ও ২৫ মে ইডেনে আইপিএলের দু’টি প্লে অফ ম্যাচ। সেই ম্যাচ আয়োজন নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২২ মে আইপিএল-এর লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। তারপর হবে প্লে অফ। আইপিএল ফাইনাল হবে ২৯ মে। ইডেন প্লে অফ ম্যাচ পেলেও, ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আইপিএল-এর পয়েন্ট তালিকা
আজ আইপিএল-এ পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাত নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের লড়াই। আজকের ম্যাচ জিততে পারলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে আসতে পারে কেকেআর। অন্যদিকে, দিল্লিরও এখন ৮ ম্যাচে ৬ পয়েন্ট। আজ জিততে পারলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠতে পারেন ঋষভ পন্থরা। ফলে আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গুজরাতই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে হায়দরাবাদের থেকে পিছিয়ে থাকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে লখনউ ও আরসিবি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাঞ্জাব কিংস। এরপর আছে দিল্লি ও কলকাতা। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চেন্নাই সুপার কিংস। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই চলতি আইপিএল-এ একটি ম্যাচেও জয় পায়নি। রোহিত শর্মার দল ৮ ম্যাচ খেলে সবকটিতেই হেরে গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)