DC vs MI, Fantasy 11 Predictions: হার্দিকের চোট চিন্তা মুম্বইয়ের, দিল্লি পারবে রোহিতদের হারাতে?
DC vs MI Fantasy 11 Team Prediction: গত আইপিএলের দুই ফাইনালিস্ট। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্য়াপিটালস। এবারের টুর্নামেন্টে প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে।
চেন্নাই: গত আইপিএলের দুই ফাইনালিস্ট। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্য়াপিটালস। এবারের টুর্নামেন্টে প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। আর দুই দলই কিছুটা অন্য়রকম পরিবেশে খেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স যেখানে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের মন্থর পিচে লো স্কোরিং ম্যাচ দুর্দান্তভাবে জিতেছে, দিল্লি ক্যাপিটালস সেরকমই ওয়াংখেড়েতে বড় স্কোর অনায়াসে তাড়া করে জিতেছে। সেদিক থেকে দেখতে গেলে মঙ্গলবার কঠিন পরীক্ষা দিল্লির। কারণ, ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে খেলে আসার পর চিপকের অপেক্ষাকৃত মন্থর পিচে খেলতে হবে ধবন-পৃথ্বী শদের। যে পিচে বল পড়ে সহজে ব্যাটে আসছে না। মুম্বই এই পিচে খেলে কিছুটা সড়গড় হয়ে গিয়েছে। দিল্লিকে মানিয়ে নেওয়ার পরীক্ষায় বসতে হবে।
মুম্বই শিবিরে অস্বস্তি বলতে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর সম্পূর্ণ ফিট না থাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন হার্দিক। সেই যন্ত্রণা তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন যে, চোটের জন্যই হার্দিককে বল করতে দেখা যাচ্ছে না। এবং চোট সম্পূর্ণ না সারা পর্যন্ত হার্দিক বল করবেনও না। যা কৌশলগতভাবে মুম্বই শিবিরের কাছে ধাক্কা।
দিল্লি শিবির আবার একইরকম সমস্যায় ইশান্ত শর্মা ও উমেশ যাদবকে নিয়ে। দুই পেসারেরই চোট রয়েছে। ইশান্তের গোড়ালিতে চোট আর উমেশের পায়ের কাফমাসলে। চোটের কারণে দুই পেসারকে এখনও পর্যন্ত দিল্লির জার্সিতে দেখা যায়নি। কবে খেলতে পারবেন তাঁরা, তা নিয়েও নিশ্চয়তা নেই।
সম্ভাব্য দল:
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধবন, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (উইকেটকিপার ও অধিনায়ক), মার্কাস স্টোইনিস, ললিত যাদব, ক্রিস ওকস, কাগিসো রাবাডা, আর অশ্বিন, অমিত মিশ্র ও আবেশ খান।