LSG vs SRH: ডু অর ডাই ম্য়াচ পন্থদের, সম্মানরক্ষার লড়াই হায়দরাবাদের, আজ কখন, কোথায় দেখবেন এই মহারণ?
LSG vs SRH: অন্যদিকে প্যাট কামিন্সের হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও এখন লড়াই চালিয়ে যাচ্ছে তারা যাতে পয়েন্ট টেবিলে সবার নীচে না থাকতে হয়।

লখনউ: আইপিএলে আরও একটা হাড্ডাহাড্ডি মহারণ আজ। মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থের নেতৃত্বে এবারের মরশুমে লখনউ আইপিএলে খেলছে। অন্যদিকে প্যাট কামিন্সের হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও এখন লড়াই চালিয়ে যাচ্ছে তারা যাতে পয়েন্ট টেবিলে সবার নীচে না থাকতে হয়। এই পরিস্থিতিতে নিঃন্দেহে লখনউয়ের সামনে আজকের ম্য়াচ অনেকটা ডু অর ডাই বলা যেতে পারে।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকে আইপিএলের ৬১ তম ম্য়াচে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ ঋষভ পন্থের লখনউ সুপারজায়ান্টসের।
কোথায় খেলা হবে হায়দরাবাদ বনাম লখনউ আইপিএলের ম্যাচটি?
সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপারজায়ান্টস ম্য়াচটি লখনউয়ের একানা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
কখন শুরু হবে হায়দরাবাদ বনাম লখনউ আইপিএলের ম্যাচটি?
আজ সোমবার, ১৯ মে আইপিএলে হায়দরাবাদ বনাম লখনউ ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে।
কোথায় দেখবেন হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচ?
হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
এই ম্য়াচে ব্যাট হাতে বড় রান পেতে মরিয়া চেষ্টা করবেন ঋষভ পন্থ। মোটা অর্থের চাপ। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে এবারের আইপিএলে একেবারেই ব্যাটে রান নেই পন্থের। ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে একটি অর্ধশতরান। ছয়টি ইনিংসে দু অঙ্কের স্কোরই করতে পারেননি। ব্যাটিং অর্ডারে এত নীচের দিকে নামছেন যে দলের কোনও কাজেই আসছেন না। ময়ঙ্ক যাদব ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে কিউয়ি প্লেয়ার উইল ও রুরকি খেলতে পারেন।
সানরাইজার্স হায়দরাবাদের ঈশান কিষাণ ও মহম্মদ শামির অফফর্ম চিন্তার কারণ কমলা ব্রিগেডের। তবে যেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তাই তারা এই ম্য়াচে নতুন প্লেয়ার খেলাতে পারে। এছাড়া ট্রাভিস হেডের কোভিড হয়েছে।
এখনও পর্যন্ত মোট পাঁচবার এই দুটো দল আমনে সামনে হয়েছে। তার মধ্য়ে লখনউ ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। হায়দরাবাদ একটি মাত্র ম্যাচে জিততে পেরেছে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতেও লখনউ ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।




















