IPL 2025: 'আমরা জানতাম ওঁ বিশ্বমানের বোলার..', আর্চারকে দরাজ সার্টিফিকেট সন্দীপ শর্মার
Sandeep Sharma On Jofra Archer: পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্য়াচে আর্চারের সঙ্গে রাজস্তানের বোলিং লাইন আপকে ভরসা জোগান থিকসানা, সন্দীপ শর্মা।

চণ্ডীগড়: রাজস্থান রয়্যালসের জার্সিতে তাঁর প্রথম দুটো ম্য়াচের পারফরম্য়ান্স চাপ তৈরি করেছিল দলেই। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরছেন জোফ্রা আর্চার। রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন ইংল্যান্ডের তারকা পেসার। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্য়াচে আর্চারের সঙ্গে রাজস্তানের বোলিং লাইন আপকে ভরসা জোগান থিকসানা, সন্দীপ শর্মা।
ম্য়াচের পর সন্দীপ শর্মা বলেন, ''জোফ্রা প্রথমে একটু ছন্দ খুঁজে পাচ্ছিল না। কিন্তু আমরা সবাই ওঁর ওপর ভরসা রেখেছিলাম। আমরা জানতাম জোফ্রা বিশ্বমানের বোলার। ও বোলিং লাইন আপে যে ভরসা নিয়ে আসে, তা অনেকেই পারে না। ওঁর স্কিল লেভেলটাই আলাদা রকমের।''
সন্দীপ আরও বলেন, ''গোটা টিম ম্যানেজমেন্টের ওঁর ওপর ভরসা ছিল। আমরা জানতাম যে একবার ওঁ যদি একটা ওভার ভাল বল করতে পারে। একটা ওভার যদি একটু উইকেট তুলে নিতে পারে। তবে অটোমেটিক ওঁর মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ঠিক সেটাই হয়েছে। বিশ্বের যত বোলার আছে, তাঁদের মধ্য়ে জোফ্রা অন্যতম কঠিন একজন যাঁকে সামলানো চ্যালেঞ্জিং। আমি নিশ্চিত এটা আমাদের চতুর্থ খেলা মাত্র। যত টুর্নামেন্ট এগোবে, তত ওঁ আরও ক্ষুরধার হয়ে উঠবে।''
এদিকে শনিবার ফের অধিনায়কের আর্মব্যান্ড উঠল সঞ্জুর হাতে। আর রাজস্থান সেই ম্যাচ স্মরণীয় করে রাখল দুরন্ত পঞ্জাব কিংসকে হারিয়ে। পরপর দু'ম্যাচ জিতে আইপিএলের শুরুতেই হইচই ফেলে দিয়েছিল পঞ্জাব। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দৌড়চ্ছিল প্রীতি জিন্টার দলের জয়ের অশ্বমেধ। শনিবার প্রীতি জিন্টা ভিইআপ দর্শকাসনে বসে দেখলেন, তাঁদের ঘরের মাঠেই অশ্বমেধের ঘোড়াকে হ্যাঁচকা টানে মাটিতে নামাল রাজস্থান। শনিবার বিকেলের ম্যাচে জয়ের হ্যাটট্রিক গড়ে পঞ্জাব কিংসের থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছিল দিল্লি। সন্ধ্যার ম্যাচে রাজস্থানকে হারালে সিংহাসন ফেরত পেতে পারত পঞ্জাব। কিন্তু পারলেন না প্রীতির সৈন্যরা।
প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলেছিল ২০৫/৪। রাজস্থানকে টানলেন দুই বিতর্কিত তরুণ। ইনিংস ওপেন করতে নেমে ৪৫ বলে ৬৭ রান করলেন যশস্বী জয়সওয়াল। এমন একটা সময়ে তাঁর ব্যাটে রান ফিরল, যখন বিতর্কে পুড়ছেন মুম্বইয়ের তারকা। অধিনায়ক অজিঙ্ক রাহানে ও কোচ ওমকার সালভির সঙ্গে বিবাদের জেরে মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী, এ কথা আর কারও অজানা নয়। যে কাহিনি নতুন করে তোলপাড় ফেলেছে, সেটা হল রঞ্জি ট্রফির সময় জয়সওয়ালের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহানে ও সালভি। এবং হতাশায় নাকি রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন যশস্বী। এই বিতর্কের মধ্যে শনিবারের ইনিংস যশস্বীকে স্বস্তি দেবে বৈকি!




















