DC vs MI: অপ্রতিরোধ্য দিল্লিকে থামানোর কঠিন চ্যালেঞ্জ মুম্বইয়ের সামনে, কখন, কোথায় দেখবেন এই মহারণ?
IPL 2025: দিল্লি ক্যাপিটালস অন্যদিকে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছে। এখনও পর্যন্ত চারটি ম্য়াচ খেলে কোনও ম্য়াচে হারেনি অক্ষর পটেলের দল।

নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত মরশুমে পয়েন্ট টেবিলের সবার তলানিতে ছিল। এবারও এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলে একটি মাত্র ম্য়াচ জিতে নিতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে এই মুহূর্তে মুম্বই শিবির। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) অন্যদিকে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছে। এখনও পর্যন্ত চারটি ম্য়াচ খেলে কোনও ম্য়াচে হারেনি অক্ষর পটেলের দল। অধিনায়ক হিসেবে দুর্দান্ত দল পরিচালনা করছেন এই মুহূর্তে অক্ষর।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলে অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর মুম্বই ইন্ডিয়ান্স
কোথায় খেলা হবে দিল্লি বনাম মুম্বই আইপিএলের ম্যাচটি?
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আজকের ম্যাচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে
কখন শুরু হবে দিল্লি বনাম মুম্বই আইপিএলের ম্যাচটি?
আজ রবিবার, ১৩ এপ্রিল আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে
কোথায় দেখবেন দিল্লি বনাম মুম্বই ম্যাচ?
দিল্লি বনাম মুম্বই ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
প্রথম কয়েকটি ম্য়াচে কে এল রাহুল ছিলেন না দিল্লি ক্যাপিটালস শিবিরে। কিন্তু তিনি ফেরার পরই দিল্লি শিবিরের ভোল পাল্টে গিয়েছে। গত ম্য়াচে আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে অ্য়াওয়ে ম্য়াচে খেলতে নেমেছিল দিল্লি শিবির। সেখানে রাহুলের ব্যাট থেকে এসেছে দুরন্ত ইনিংস। তবে ম্য়াচের আগের দিন রাহুলকে ও ফাফ ডু প্লেসিকে অনুশীলনে দেখা যায়নি। সূত্রের খবর, তাঁরা শুধু বিশ্রামে ছিলেন।
দিল্লির অধিনায়ক অক্ষর পটেলের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটিং গড় একেবারেই ঈর্ষণীয় নয়। এই পরিস্থিতিতে রোহিতের অফফর্মও কিছুটা চাপে রাখতে মুম্বই শিবিরকে। স্পিন আক্রমণেই হয়ত হিটম্য়ানকে আউট করার ছক কষতে পারে দিল্লি শিবির।
View this post on Instagram




















