(Source: ECI/ABP News/ABP Majha)
Virat and Anushka: ওপারে থাকবে তুমি আমি রইব এপারে, দূর থেকেই কোহলি-দর্শন অনুষ্কার
আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাঁর। অধিনায়ক হিসাবে নিজের শেষ আইপিএলে প্লে অফে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে। বিরাট কোহলি অবশ্য মরুদেশেই থেকে গিয়েছেন।
দুবাই: আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাঁর। অধিনায়ক হিসাবে নিজের শেষ আইপিএলে প্লে অফে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে। বিরাট কোহলি অবশ্য মরুদেশেই থেকে গিয়েছেন। কারণ, সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা আয়োজিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আপাতত আইসিসি-র জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন কোহলি। আপাতত কোয়ারেন্টিনে আছেন। তবে করোনাবিধির কড়াকড়ির জন্য স্ত্রী অনুষ্কা শর্মাও তাঁর সঙ্গে এক ঘরে থাকতে পারছেন না। বিরুষ্কা রয়েছেন একই হোটেলের পাশাপাশি দুই রুমে।
আর দুজন কথা বলার জন্য বেছে নিয়েছেন দুই ব্যালকনিকে। বিরাট ও অনুষ্কা দুই ঘরের সঙ্গে লাগোয়া দুই ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। কখনও বিরাট নেমে যাচ্ছেন নীচের লনে। দূর থেকেই তাঁর ছবি তুলেছেন অনুষ্কা। সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'এই দুটি ক্যাপশনের মধ্যে থেকে বাছাই করে নিতে পারছি না। কোয়ারেন্টিনে হৃদয় আরও ভালবাসায় আসক্ত হয়ে পড়ে। নাকি জৈব সুরক্ষা বলয়ের জীবনে প্রেম।'
জানুয়ারি মাসে মেয়ের মা হয়েছেন অনুষ্কা শর্মা। একরত্তি ভামিকা পাল্টে দিয়েছে বিরুষ্কার জীবন। মা দুর্গার নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছিলেন তারকা দম্পতি। হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হল মা দুর্গা। দুর্গাষ্টমীর বিশেষ দিনে ভামিকার নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।
আইপিএলের পরেই টি-টোয়েন্টির বিশ্বযুদ্ধে নামছে ভারত। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের সঙ্গে থাকবেন মেন্টর হিসাবে। মাহিকে 'মেন্টর' হিসেবে পেয়ে আপ্লুত বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক। ধোনির অধিনায়কত্বে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। পরবর্তী সময় কোহলির নেতৃত্বে খেলেছেন 'ক্যাপ্টেন কুল'। এবার কোহলির দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর জন্য ধোনির মস্তিস্ককে ব্যবহার করতে চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড।
কোহলি বলেছেন, "অধিনায়ক হিসেবে মাহি ভাই কতটা সাফল্য এনে দিয়েছে সেটা সবাই জানি। মাহি ভাই হল মাঠ এবং মাঠের বাইরে প্রকৃত নেতা। তাই ওর মতো নেতাকে 'মেন্টর' হিসেবে পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। আমার বিশ্বাস, মাহি ভাই আগের মতোই আমাদের সকলকে উদ্বুদ্ধ করবে। ওর কাছে সবসময় ক্রিকেটের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়, আলোচনা করা যায়। সেগুলো দিয়ে আমরা দল হিসেবে আরও উন্নতি করতে পারি।" কোহলি যোগ করেছেন, "এই ফর্ম্য়াটে মাহি ভাইয়ের জ্ঞান অসাধারণ। তাই ও ফের একবার ড্রেসিংরুমে ফিরে এসে খুবই আনন্দ পেয়েছে। কারণ এই ড্রেসিংরুমই ওর কাছে সব কিছু। আমাদের কেরিয়ারের শুরুতে মাহি ভাই আমাদের আগলে রেখেছিল। আমি নিশ্চিত এ বারও মাহি ভাই একই ভূমিকা পালন করবে। মাহি ভাইয়ের সান্নিধ্য এই দলের জুনিয়রদের কাছে আসন্ন বিশ্বকাপে বড় পাওনা হতে চলেছে।"