Akshar Patel on Dhoni: 'বাপু এসেই আমায় বিদায় করে দিলি!', টেস্টে অবসরের জন্য অক্ষরকেই দায়ী করেছিলেন ধোনি?
পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থান দখলের জন্য লড়াই করছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এরই মাঝে বড়সড় ঘটনার কথা ফাঁস করলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অক্ষর পটেল।
দুবাই: আইপিএল চলছে। পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থান দখলের জন্য লড়াই করছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এরই মাঝে বড়সড় ঘটনার কথা ফাঁস করলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার অক্ষর পটেল (Akshar Patel)। জানালেন, টেস্ট থেকে অবসরের জন্য তাঁকে দায়ী করেছিলেন ধোনি!
চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল অক্ষর পটেলের। যদিও ২০১৪ সালে প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পান ভারতীয় স্পিনার। ২০১৪-১৫ মরসুমে বর্ডার-গাওস্কর ট্রফির শেষ দুই টেস্টে চোটের জন্য রবীন্দ্র জাডেজা ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে অক্ষর উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। যদিও বাঁহাতি স্পিনার প্রথম একাদশে জায়গা পাননি। তবে ওই সিরিজের স্মৃতি আজও তাঁর কাছে বেশ টাটকা।
ভারত-অস্ট্রেলিয়া সেই সিরিজে জাতীয় দলের অধিনায়ক ছিলেন ধোনি (MS Dhoni)। ঘটনাচক্রে ওই সফরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষ হওয়ার পরেই সকলকে চমকে দিয়ে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ধোনি। তাঁর পরিবর্তে সিরিজের মাঝ পথে বিরাট কোহলির কাঁধে উঠেছিল নেতৃত্বের দায়িত্ব। অস্ট্রেলিয়া সফরের স্মৃতি অক্ষর ভাগ করে নিয়েছেন তাঁর দিল্লি ক্য়াপিটালস দলের সতীর্থ ইশান্ত শর্মার সঙ্গে। অক্ষর বলেছেন, ধোনি টেস্ট অবসরের জন্য তাঁকে দুষেছিলেন!
পরে সেই ভিডিও দিল্লি ক্যাপিটালস নিজেদের ট্যুইটারে শেয়ার করেছে। অক্ষর সেখানে ইশান্তকে বলেছেন, "বক্সিং ডে টেস্টে আমি গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। জাড্ডু সিরিজের মাঝ পথেই চোট পেয়েছিল। আমার মনে আছে আমি যাওয়ার পরদিনই মাহি ভাই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাকে বলেছিল, বাপু তুই এসেই আমাকে ধন্যবাদ জানিয়ে দিলি! আমি চমকে গিয়ে বলেছিলাম, মাহি ভাই কী বলছো! আমি তো এই এলাম।"
যদিও ধোনি পুরোটাই করেছিলেন মজার ছলে। তবে অক্ষর আজও ভুলতে পারেননি ওরকম একটা গুরুতর বিষয়ে ধোনি যেভাবে তাঁর সঙ্গে ঠাট্টা করেছিলেন। ধোনির সতীর্থরা অবশ্য বরাবরই তাঁর হাস্যরসের প্রশংসা করেন। ফের একবার সেই হাস্যরসের পরিচয় পেলেন ভক্তরা।