এক্সপ্লোর
Advertisement
CSK vs SRH, Innings Highlights: টানা ৫ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ধোনিরা
বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হেলায় হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল সিএসকে।
নয়াদিল্লি: হার দিয়ে শুরু হয়েছিল অভিযান। তারপর থেকে আইপিএলে টানা পাঁচ ম্য়াচে জয় মহেন্দ্র সিংহ ধোনিদের। বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হেলায় হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল সিএসকে।
রান তাড়া করে চেন্নাইয়ের জয়ের নায়ক দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসি। রুতুরাজ মাত্র ৪৪ বলে ৭৫ রান করলেন। মারলেন ১২টি বাউন্ডারি। ডুপ্লেসি ৩৮ বলে ৫৬ রান করে আউট হলেন। ৯ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে।
মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৫৫ বলে ৫৭ রানের সাবধানী ইনিংস খেলেন অধিনায়ক ওয়ার্নার। সেই তুলনায় বিধ্বংসী ব্যাটিং করেন মণীশ পাণ্ডে। ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। দল থেকে বাদও পড়েছিলেন। বুধবার সেই মণীশ ৪৬ বলে ৬১ রান করেন। চেন্নাইয়ের বিরুদ্ধে হায়দরাবাদ তোলে ১৭১/৩।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও এদিন অহেতুক ঝুঁকি নেননি ওয়ার্নার। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। অন্যদিকে ৫টি চার ও একটি ছক্কা মারেন মণীশ। শেষ দিকে চালিয়ে খেলে মাত্র ১০ বলে অপরাজিত ২৬ রান করেন কেন উইলিয়ামসন। ৪টি চার ও একটি ছক্কা, সংক্ষিপ্ত ইনিংসে কেন দেখিয়ে দিলেন কীরকম ছন্দে রয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল দেশ, তখন রাজধানী দিল্লিতে আজ, বুধবার থেকে শুরু হল আইপিএল পর্ব। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুই দলেরই ঈর্ষণীয় রেকর্ড। দুই দলই এই মাঠে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) আইপিএলে বুধবারের আগে পর্যন্ত ৮টি করে ম্যাচ খেলে ৬টি করে ম্য়াচে জিতেছিল। তবে বুধবার জিতে রেকর্ডের নিরিখে এগিয়ে গেল সিএসকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement