IPL 2022: আইপিএল শুরুর আগেই সাড়ে সাত কোটির তারকা হাতছাড়া হল লখনউয়ের
IPL Update: উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি কে এল রাহুলের (KL Rahul) দল।
মুম্বই: আইপিএল (IPL) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে জোরাল ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস (LSG)। চোটের জন্য ছিটকে গেলেন মার্ক উড (Mark Wood)। দু-এক ম্যাচ নয়, পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন ইংরেজ তারকা। যাঁকে সাড়ে সাত কোটি টাকা খরচ করে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি কে এল রাহুলের (KL Rahul) দল।
এ বারের নিলামে উডের জন্য ঝাঁপিয়েছিল বেশ কয়েকটি দল। শেষ পর্যন্ত তাঁকে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে কেনে লখনউ। উডকে নেওয়ার পরে দলের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৭ ওভার বল করেই মাঠ ছেড়েছিলেন উড। অবশেষে খারাপ খবর এল লখনউয়ের জন্য।
উডের কোনও বিকল্প বেছে নেয়নি এলএসজি। ঘটনাচক্রে উড নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭ ওভার বল করেছিলেন। কনুইয়ের সমস্যার জন্য তিনি আর মাঠে নামেননি। দ্বিতীয় টেস্টেও তাঁকে বাদ দিয়েই দল বেছে নেয় ইংল্যান্ড। উডের পরিবর্তে সাকিব মেহমুদের (Saqib Mahmood) টেস্ট অভিষেক হয়।
লখনউয়ের অধিনায়ক হয়েছেন রাহুল। ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে নিয়েছে লখনউ। এছাড়ও এসেছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। রাহুলের পাঞ্জাব কিংস দলের প্রাক্তন সতীর্থ রবি বিষ্ণোইকেও নিয়েছে গোয়েঙ্কার দল। যোধপুরের এই স্পিনার পাবেন ৪ কোটি টাকা। এই দলের হেড কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। মেন্টর হিসাবে থাকছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
২৮ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলে অভিযান শুরু করবে লখনউ।