DC vs LSG, IPL 2022: লখনউ ম্যাচে এই ২ তারকা ক্রিকেটারদের দিল্লি একাদশে দেখতে চাইছেন রিকি পন্টিং
DC vs LSG, IPL 2022: চোটের জন্য খেলছিলেন না আনরিচ নখিয়া, এমনই খবর শোনা যাচ্ছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি তারকা প্রোটিয়া পেসারকে।
মুম্বই: দিল্লির হয়ে এর আগেও খেলেছেন আইপিএলে। কিন্তু এবার মরসুম শুরুর পর থেকে এখনও তাঁর দেখা মেলেনি। চোটের জন্য খেলছিলেন না আনরিচ নোখিয়া, এমনই খবর শোনা যাচ্ছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি তারকা প্রোটিয়া পেসারকে। তবে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং মনে করেন যে খুব তাড়াতাড়ি হয়ত দেখা মিলবে নোখিয়ার। পন্টিং জানান, ''অনুশীলনে ১০০ শতাংশ ফিট মনে হয়েছে নোখিয়াকে। আশা করি আরও কিছুদিনেই মধ্যেই পুরো ফিট হয়ে উঠবে ও। তাছাড়া লখনউ ম্যাচের আগে হাতে কয়েক দিন সময়ও আছে।''
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চাপের মুখেও ম্যাচ বার করে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। ললিত যাদব, অক্ষর পটেলরা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। শনিবার গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে অবশ্য শেষরক্ষা হল না। ১৭২ রান তাড়া করতে নেমে ১৪ রান আগেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস (DC)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) গুজরাতের কাছে হেরে গেল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস।
লকির আগুন
বল হাতে দিল্লি ইনিংসকে তছনছ করলেন লকি ফার্গুসন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। তাঁর বলের গতি সামলাতে হিমসিম খেতে হয়েছে দিল্লি ব্যাটারদের। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ শামি। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। গুজরাতের ১৭১/৬ তাড়া করতে নেমে ১৫৭/৯ স্কোরে আটকে গেলেন পন্থরা।