IPL 2022, KKR vs GT: শেষ ওভারে ৪ উইকেট রাসেলের, গুজরাতকে ১৫৬ রানে বেঁধে রাখল কেকেআর
Kolkata Knight Riders vs Gujarat Titans: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫৬ রান করল গুজরাত টাইটানস। ৬৭ রান করেন গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
মুম্বই: ব্যাট হাতে দলের অন্যতম ভরসা, পাশাপাশি বল হাতেও তিনি যে কামাল করতে পারেন, গুজরাত টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে বোলিং করতে এসে সেটা প্রমাণ করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। শেষ ওভারে তিনি মাত্র পাঁচ রান দিয়ে চার উইকেট নিলেন। তার ফলেই বড় স্কোর করতে পারল না গুজরাত। অধিনায়ক হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ঝোড়ো ৬৭ রান সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানেই থেমে গেল গুজরাত। বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) করেন ২৫ রান। ডেভিড মিলার (David Miller) করেন ২৭ রান। কেকেআর-এর হয়ে রাসেলের চার উইকেট ছাড়াও তিন উইকেট নেন টিম সাউদি (Tim Southee)। একটি করে উইকেট নেন শিবম মাভি (Shivam Mavi) ও উমেশ যাদব (Umesh Yadav)।
প্রথমে ব্যাটিং গুজরাতের
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক হার্দিক। গুজরাতের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন শুবমান ও ঋদ্ধিমান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৭ রান করে টিম সাউদির বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুবমান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে রানের গতি বাড়ান হার্দিক। তাঁকে সঙ্গত করেন ঋদ্ধিমান। বাংলার উইকেটকিপার-ব্যাটার করেন ২৫ বলে ২৫ রান। তাঁর ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি ও একটি ছক্কা। ঋদ্ধিমান ফিরে যাওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামা ডেভিড মিলার করেন ২০ বলে ২৭ রান। তাঁর ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। পাঁচ নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ১২ বলে ১৭ রান করেন। রশিদ খান দু’বল খেলে কোনও রান না করেই ফিরে যান। অভিনব মনোহর করেন ২ রান। লকি ফার্গুসন প্রথম বলেই কোনও রান না করে ফিরে যান। যশ দয়ালও কোনও রান করেই প্রথম বলে রাসেলের শিকার হন।
অসামান্য বোলিং রাসেলের
১৯ ওভারে গুজরাতের রান ছিল ৫ উইকেটে ১৫১। অনেকেই মনে করছিলেন, শেষ ওভারে রান বাড়ানোর চেষ্টা করবে গুজরাত। কিন্তু সব হিসেব বদলে দেন রাসেল। তিনি ইনিংসে একটি ওভারই করেন। তাঁর প্রথম বলেই ফিরে যান অভিনব মনোহর। পরের বলে ফিরে যান লকি ফার্গুসন। হ্যাটট্রিক আটকান রাসেলের ক্যারিবিয়ান সতীর্থ আলজারি জোশেফ। পরের বলে বাউন্ডারি হয়। পঞ্চম বলে ফের উইকেট। এবার ফিরে যান রাহুল তেওয়াটিয়া। শেষ বলে ফিরে যান যশ দয়াল।