IPL 2022: মুম্বইয়ের এই তারকা প্লেয়ারকে নিজের দলে চাইছেন হার্দিক, কে তিনি?
IPL 2022 Hardik Pandya: তবে আগামী মরসুমে তাঁর গুজরাত টাইটান্স দলে আরও এক তারকা ক্রিকেটারকে চাইছেন হার্দিক। নিজে মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘদিন ছিলেন।
মুম্বই: প্রথমবার আইপিএলে খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স। টাটা আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ২ টো ম্যাচে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। ক্যাপ্টেন হিসেবে দারুণ সফল হার্দিক পাণ্ড্য। প্লে অফে ওঠার ব্য়াপারেও ভীষণভাবে আশাবাদী বঢ়োদরার তরুণ অলরাউন্ডার। তবে আগামী মরসুমে তাঁর গুজরাত টাইটান্স দলে আরও এক তারকা ক্রিকেটারকে চাইছেন হার্দিক। নিজে মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘদিন ছিলেন। এবার মুম্বইয়েরই তারকা ক্রিকেটারকে নিজের দলে চাইছেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্সের কোন তারকা ক্রিকেটারকে দলে চাইছেন হার্দিক?
কায়রন পোলার্ডের সঙ্গে হার্দিকের বন্ধুত্ব নতুন কিছু নয়। এবার ক্যারিবিয়ান তারকাকেই নিজের দলে চাইছেন হার্দিক। তিনি সোশ্য়াল মিডিয়ায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''আমি আশা করব পোলার্ড তাঁর সেরাটা দিতে পারবে আমাদের বিরুদ্ধে, তবে আমরা যেন জিততে পারি। আমি কিছুদিন আগেই ওকে বলেছিলাম যে আমাদের দলে তোমাকে মিস করছি। এটাও ওকে বলেছি যে কে না বলতে পারে যে আগামী বছর হয়ত পোলার্ড আমাদের দলের হয়েই খেলছে। যদিও এটা আমার ইচ্ছে। কিন্তু আমি জানি এমনটা কখনোই হবে না।
View this post on Instagram
আজ আইপিএলে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স ব্রোবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে।