IPL 2022 Top Highlights: নাইটদের মুম্বই বধ, বুমরার ৫ শিকার, আইপিএলে আজকের গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক
IPL 2022: বল হাতে বিধ্বংসী বুমরা (Jasprit Bumrah)। নিজের আইপিএল (IPL) কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব।
মুম্বই: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। বল হাতে বিধ্বংসী বুমরা (Jasprit Bumrah)। নিজের আইপিএল (IPL) কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। দেখে নিন আজকের আইপিএল হাইলাইটস-
নাইটদের মুম্বই বধ
প্রথমে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের ৪৩ ও নীতিশ রানার ৪৩ রানে ভর করে ১৬৫ রান বোর্ডে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের হয়ে ৫ উইকেট নেন জশপ্রীত বুমরা। কিন্তু মুম্বইয়ের ব্যাটিংয়ের শুরুটা যেমন দরকার ছিল, তেমন হল না। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বই। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রান করেই ক্যাচ আউট হয়ে ফেরেন রোহিত। এরপর একদিকে ঈশান কিষাণ টিকে থাকলেও অন্যদিকে ক্রমেই উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। একা কুম্ভের মতো লড়াই করছিলেন ঈশান কিষাণ। তিনি ৪৩ বলে ৫১ রান করে কামিন্সের বলে আউট হন। এছাড়া আর কোনও ব্যাটারই ভরসা জোগাতে পারেননি। ফর্মে থাকা তিলক ভার্মা ৬ ও ক্য়ারিবিয়ান পোলার্ড ১৫ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে প্যাট কামিন্স সর্বাধিক ৩ উইকেট নেন। এছাড়া ২ উইকেট নেন রাসেল। ১টি করে উইকেট নেন সাউদি ও বরুণ চক্রবর্তী।
বুমরার পঞ্চবান
কলকাতা ১১ ওভারে ১০০ রান বোর্ডে তুলে ফেলেছিল। মনে হচ্ছিল যে দুশো পেরিয়ে যাবে তারা। কিন্তু রাসেল ক্রিজে আসতেই বুমরাকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। অধিনায়কের আস্থার প্রতি অমর্যাদা করেননি তারকা পেসার। বুমরার বলেই ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন রাসেল। এরপর একে একে ফিরিয়ে দেন রানা, জ্যাকসন, কামিন্স ও নারিনকে। আঠারোতম ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ ওভারের স্পেলে ১টি মেডেন দিয়ে ১০ রানে ৫ উইকেট তুলে নেন বুমরা।
সূর্যকুমারের আইপিএল শেষ
আইপিএলের শুরুতেই চোটের জন্য প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি সূর্যকুমার। চোট সারিয়ে ফিরে এসে ব্যাট হাতে ছন্দেই ছিলেন। কিন্তু ম্যাচ খেলাকালীন হাতের পেশিতে চোট পান ডানহাতি এই ব্য়াটার। এবার সেই চোটের জন্যই তাঁকে ছিটকে যেতে হল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মতে সূর্যকুমারের যে চোট রয়েছে তাতে তাঁর বিশ্রাম নেওয়া উচিত।
নতুন রেকর্ডের মালিক ধোনি
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলও জয়ের সরণিতে ফিরেছে। ৯১ রানে পন্থের দলকে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এবার বিশ্বের প্রথম উইকেট কিপার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ ক্যাচ ধরার নজিরও গড়লেন ধোনি। ডোয়েন ব্র্যাভোর বলে শার্দুল ঠাকুরের ক্যাচ লুফে নেওয়ার সঙ্গে সঙ্গেই এই নতুন রেকর্ডের মালিক হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।