IPL 2022 Top Highlights: দুরন্ত জয় রাজস্থানের, ফের ব্যর্থ কোহলি, আইপিএলের সব খবর এক ঝলকে
IPL 2020: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২৯ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (RR)। ইনিংস ওপেন করেও রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের (IPL) সারাদিনের সব খবর জেনে নিন এক ঝলকে।
মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২৯ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (RR)। ইনিংস ওপেন করেও রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের (IPL) সারাদিনের সব খবর জেনে নিন এক ঝলকে।
পাঁচ নম্বরে আরসিবি
মাঠ বদলাল। ব্যাটিং অর্ডার পাল্টে গেল। শুধু আইপিএলে (IPL) বিরাট কোহলির (Virat Kohli) রানের খরা কাটল না। মঙ্গলবার ইনিংস ওপেন করেও ব্যর্থ কোহলি। ব্যর্থ তাঁদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরও। পুণেতে রাজস্থান রয়্যালস তাদের হারিয়ে দিল ২৯ রানে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন সঞ্জু স্যামসনরা। আর ম্যাচ হেরে ৯ ম্যাচে ১০ পয়েন্ট-সহ তালিকার প্রথম চারের বাইরে বেরিয়ে গেলেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। আপাতত পাঁচ নম্বরে রয়েছে আরসিবি।
পার্পল ক্যাপের লড়াই
এবারের আইপিএলে (IPL) যেন তাঁর পুনর্জন্ম হয়েছে। ৭ ম্যাচে ১৮ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন আট রানেরও কম। মাত্র ৭.২৮ রান। পার্পল ক্যাপ আপাতত তাঁর দখলে। দুই নম্বরে থাকা টি নটরাজনের থেকে বেশ কিছুটা এগিয়ে। রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণের সেরা স্তম্ভ হয়ে উঠেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
তাঁর মাথাতেই কি শেষ পর্যন্ত উঠবে পার্পল ক্যাপ? যা পেয়ে থাকেন আইপিএলের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারিরা। চাহালকে কড়া পরীক্ষার মুখে ফেলতে পারেন টি নটরাজন। চাহালের মতো তিনিও চোট সারিয়ে ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন। এবং সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আগুন ঝরাচ্ছেন। ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে নটরাজন।
পার্পল ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন ডোয়েন ব্র্যাভোও। সে যতই তাঁর দল চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকুক না কেন। ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ব্র্যাভো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিও ক্যারিবিয়ান তারকার ঝুলিতে।
নাইট সেনাপতি
চলতি আইপিএলে (IPL) আট ম্যাচের মধ্যে মাত্র তিন জয়। পরাজয় হজম করতে হয়েছে পাঁচ ম্যাচে। পয়েন্ট টেবিলে নীচের দিকে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবু হাল ছাড়তে রাজি নন শ্রেয়স আইয়ার। কেকেআর অধিনায়ক জানিয়ে দিলেন, একবার ছন্দ পেয়ে গেলে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য হয়ে পড়বেন তাঁরা।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে শেষ কয়েকটি ম্যাচে ছন্দে পাওয়া যায়নি। কলকাতার দল আইপিএল ২০২২ পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে তিনটি জয় এবং পাঁচটি হারের পরে ৬ পয়েন্টি নিয়ে লিগ তালিকার ৮ নম্বরে রয়েছে। অধিনায়ক শ্রেয়স আইয়ার আট ম্যাচে পাঁচটি হারের পরও জয়ের পথে ফিরতে চান। কেকেআর-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছেন, তাঁর দল এখনও পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছে তাতে তিনি গর্বিত। সেই সঙ্গে তাঁর দাবি, একবার ছন্দ পেলে কেউ তাদের আটকাতে পারবে না।