LSG New Jersey: রাহুল, গম্ভীরদের উপস্থিতিতে প্রকাশিত হল লখনউয়ের নতুন জার্সি
Lucknow Super Giants: ১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস।
লখনউ: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023) তার আগে আজ, মঙ্গলবার, ৭ মার্চই আসন্ন মরসুমের জন্য নিজেদের জার্সি প্রকাশ করে দিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। জার্সি প্রকাশ অনুষ্ঠানে লখনউ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul), মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir), দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও বিসিসিআই সচিব জয় শাহ উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলেই লখনউয়ের নতুন জার্সি প্রকাশ্যে আনেন।
প্রকাশ্যে নতুন জার্সি
গত মরসুমের জার্সির রঙের থেকে লখনউয়ের এবারের জার্সির রঙ অনেকটাই ভিন্ন। এবারের লখনউয়ের জার্সির রঙ গাঢ় নীল রঙ। জার্সির দুই ধারেই লাল রঙের স্ট্রাইপ রয়েছে। তবে সরাসরি শুধুই জার্সি প্রকাশ নয়, এদিন জার্সি প্রকাশ অনুষ্ঠানের পাশাপাশি এক ফ্যাশন শোয়েরও আয়োজন করা হয় লখনউ কর্তৃপক্ষের তরফে। রবি বিষ্ণোইষ, দীপক হুডা, জয়দেব উনাদকাট, কেএল রাহুলরা এই ফ্যাশন শোতে অংশ নেন। প্রত্যেকেই দলের জার্সির রঙের পোশাক পরে ব়্যাম্পে হাঁটেন।
এই জার্সি প্রকাশ অনুষ্ঠানের পর গৌতম গম্ভীর, রাহুলরা আসন্ন মরসুমে লখনউয়ের থেকে কেমন পারফরম্যান্সের প্রত্যাশা করা যায়, সেই নিয়ে নিজেদের মতামত জানান। গৌতম গম্ভীরের মতে ধারাবাহিকতাই হবে সাফল্যের চাবিকাঠি। পরিবেশের সঙ্গে দল কেমনভাবে মানিয়ে নেবে, তার উপরও দলের পারফরম্যান্সের অনেকটা নির্ভরশীল বলেও দাবি করেন গম্ভীর।
তনবীরের অবসর
মুম্বইয়ের জঙ্গি হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা ব্রাত্য। তাই তনবীরকে পরের দিকে আর আইপিএলে দেখা যায়নি। কিন্তু আইপিএলের প্রথম বছর তিনি ছিলেন শো স্টপার। অনেকে তাঁর পারফরম্যান্স দেখে চমকে উঠেছিলেন। সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন বাঁহাতি পেসার সোহেল তনবীর (Sohail Tanveer)। তাঁর বোলিং অ্যাকশন ঠিক গতানুগতিক নয়, আর ঠিক সেই কারণেই ব্যাটসম্যানদের চমকে দেওয়ার ব্যাপারে পারদর্শী ছিলেন তিনি।
আরও পড়ুন: প্রকাশ্যে এল ফেব্রুয়ারির সেরা হওয়ার দৌড়ে থাকা তিন ক্রিকেটারের নাম, তালিকায় এক ভারতীয়