IPL 2023: নাইটদের প্রথম ম্যাচেই কি বৃষ্টির আশঙ্কা? কেমনই বা হতে পারে মোহালির পিচ?
PBKS vs KKR: আগামীকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কলকাত নাইট রাইডার্স।
![IPL 2023: নাইটদের প্রথম ম্যাচেই কি বৃষ্টির আশঙ্কা? কেমনই বা হতে পারে মোহালির পিচ? IPL 2023: PBKS vs KKR: Weather Report Live Today And Pitch Report Of Mohali Cricket Stadium IPL 2023: নাইটদের প্রথম ম্যাচেই কি বৃষ্টির আশঙ্কা? কেমনই বা হতে পারে মোহালির পিচ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/2ba457bcd05d9651dcbccedda992eac91680252323249206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: আগামীকাল পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কলকাত নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ২ দল। বিকেল ৩.৩০ থেকে শুরু আগামীকাল কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ।
কেমন থাকছে আবহাওয়া?
আগামীকালের ম্যাচে মোহালিতে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানকার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের পর দিয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে সারাদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ৫০ শতাংশ দিনের বেলা। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। যা ৯১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৬৮। দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫২। প্রথম ইনিংসে ব্য়াট করা দল ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা দল ৪ বার জয় পেয়েছে।
মোহালিতে কেকেআর পঞ্জাব কিংসের (PBKS vs KKR) মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন তারকাকে পাবে না। পঞ্জাব কিংসের হয়ে কাগিসো রাবাডাকে দেখা যাবে না, নেই লিয়াম লিভিংস্টোনও। অপরদিকে, দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দুই বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাস এখনও কেকেআর ক্যাম্পে যোগ দেননি।
এই তারকাদের অনুপস্থিতিতে কেমন হতে পারে দুই দলের একাদশ? দেখে নেওয়া যাক।
পঞ্জাব কিংস
শিখর ধবন (অধিনায়ক), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষ, শাহরুখ খান, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, হরপ্রীত ব্রার, ঋষি ধবন, ন্যাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিংহ
রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিংহ, মনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
আইপিএলে আগামীকাল নিজেদের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে দল। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। যদিও নতুন দায়িত্ব নিয়ে একেবারেই চাপ নিতে চান না দলের বাঁহাতি তরুণ ব্য়াটার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)