Kolkata Knight Riders: কেকেআর হারলে মন খারাপ হয়ে যায়, নিলামের আগে কী বার্তা দিলেন শাহরুখ?
Shah Rukh Khan: নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ তাঁর দলের পারফরম্যান্স নিয়ে অনুভূতি ভাগ করে নিয়েছেন রবিন উথাপ্পার সঙ্গে।
কলকাতা: শুক্রবার আইপিএলের (IPL) 'মিনি' নিলাম। তার আগে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিজের আবেগ, অনুভূতি জানালেন দলের অন্যতম মালিক শাহরুখ খান।
নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ তাঁর দলের পারফরম্যান্স নিয়ে অনুভূতি ভাগ করে নিয়েছেন রবিন উথাপ্পার সঙ্গে। সেই উথাপ্পা, যিনি নিজে একসময় কেকেআরের চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটার ছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘আমি কেকেআর ম্যাচ দেখে অনুপ্রাণিত হই। আবার মাঝে মাঝে বিষণ্ণও হয়ে যাই।' শাহরুখ হেরে যোগ করেছেন, 'জ্ঞান আমি দিতেই পারি। তবে হারের পর আর আমার কিছুই ভাল লাগে না।’
মিনি নিলামের আগে কেকেআরের খুঁটিনাটি: রিটেন করা হয়েছে: ১৪ জনকে। বিদেশি খেলোয়াড় রাখা হয়েছে: ৫ জনকে। খরচ হয়েছে: ৮৭.৯৫ কোটি টাকা। হাতে রয়েছে: ৭.০৫ কোটি টাকা। কতজনব ক্রিকেটার নিতে পারবে: ১১জন। কতজন বিদেশি নিতে পারবে: ৩জন। মিনি নিলামের আগে রিটেন করা হয়েছে: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত চৈরাবরণ, আনোয়ার রানা ও রিঙ্কু সিংহ। আইপিএল ২০২৩ নিলামের আগে কেকেআর-এর ট্রেড করা প্লেয়ার: শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসন।
দশ ফ্র্যাঞ্চাইজি। ৮৭ শূন্যস্থান। আর সেগুলি পূরণ করার দৌড়ে ৪০৫ ক্রিকেটার। ২০২৩ আইপিএলে কোন দল কীরকম শক্তিশালী হবে, তার আভাস পাওয়া যেতে পারে শুক্রবারই। কোচির হোটেলে বসতে চলেছে আইপিএলের 'মিনি' নিলাম। পূর্ণাঙ্গ কলেবরের নিলাম না হলেও, মিনি নিলামে বদলে যেতে পারে প্রত্যেক দলের ছবি।
কোচিতে মিনি নিলামে নজর থাকবে বেন স্টোকস, ক্যামেরন গ্রিন, স্যাম কারানদের ওপর। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজয়ী স্টোকস শেষ পর্যন্ত কোন দলে যান, তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
পরের বছরের আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে বছর শেষের আগেই কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে, তা নির্ধারিত হয় যাবে। গত বারের মতো বড় নিলাম নয়, এ বার তুলনামূলক ছোট আকারের নিলাম আয়োজিত হবে। নিজের প্রিয় দল কোন তারকাকে দলে নিল, সেই দিকে সকলেরই নজর থাকে। তাই আইপিএল নিলামের দিকে অসংখ্য ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন।
আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ