IPL 2024: সোশ্য়াল মিডিয়ায় তীব্র ভর্ৎসনা গোয়েঙ্কাকে, লখনউ শিবির ছাড়তে চলেছেন রাহুল?
KL Rahul: গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৫ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি লখনউ সুপারাজায়ান্টস। যা ৯.৪ ওভারে হাসিল করে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
হায়দরাবাদ: খেলায় তো হার-জিত আছেই। তবে ম্য়াচ হারের পর ভরা মাঠে হাজার হাজার ক্যামেরার সামনে দলের অধিনায়কের সঙ্গে এমন ব্যবহার! আইপিএলের (Tata IPL 2024) ইতিহাসে হয়ত এমনটা কখনও হয়নি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) ম্য়াচে জঘন্যভাবে হেরে যায় লখনউ শিবির। কিন্তু এরপর যে ঘটনাটি ঘটে তা একেবারেই কাম্য ছিল না। মাঠে নেমে এসেই লখনউ অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। ঠিক কী বলছিলেন এটা পরিষ্কার না হলেও হাত নাড়ানোর ও অঙ্গভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল যে দলের পারফরম্য়ান্স নিয়েই তিনি বিঁধছেন রাহুলকে। আর এতেই চটেছেন ক্রীড়াপ্রেমীরা।
Unprofessional and unacceptable behaviour of Goenka with talented #KLRahul pic.twitter.com/iDWVtjiSpt
— Ashish (@error040290) May 9, 2024
রাহুল দেশের অন্যতম সেরা ক্রিকেটার। দেশের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন। আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক হিসেবে গত তিন বছর ধরে খেলছেন তিনি। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব দলের নেতৃত্বভারও সামলেছেন রাহুল। ফলে ২২ গজে বেশ অভিজ্ঞ এই ডানহাতি কর্ণাটকী। যদিও বর্তমান সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই রাহুল। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা পাননি রাহুল। লখনউ শিবিরেরও গতকাল হারের সঙ্গে সঙ্গে প্লে অফের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। কিন্তু তা বলে এভাবে ২২ গজের একজন সম্মানীয় ক্রিকেটারকে সর্বসমক্ষে অপমান কোনওভাবেই মেনে নিতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। সোশ্য়াল মিডিয়ায় সঞ্জীব গোয়েঙ্কাকে ভর্ৎসনা ছাড়াও রাহুলকে অতি দ্রুত লখনউ শিবির ছেড়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন অনেকেই।
Pathetic Behaviour by team owners of #LSG You don't have bloddy rights to do that shit in front of live telecast #KLRAHUL You deserve to be in a beast franchise
— Thanos (@father_of_demon) May 9, 2024
Shame on you Mr Goenka pic.twitter.com/WGDykgAWtq
এর আগে চেন্নাই সুপার কিংস যখন নির্বাসিত ছিল তখন তাঁর দল পুণে সুপারজায়ান্টস আত্মপ্রকাশ করেছিল আইপিএলে। সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটা মরশুম খারাপ পারফরম্য়ান্সের পরই নেতৃত্ব হারাতে হয় এমএসডিকে। তাঁর কেরিয়ারে সেই প্রথম ও সেই শেষ নেতৃত্ব হারান ধোনি। তার নেপথ্যেও নাকি ছিলেন এই সঞ্জীব গোয়েঙ্কাই। গতকালের ঘটনার পর অনেকেই রাহুলকে পরামর্শ দিয়েছেন যে ডানহাতি ব্যাটার আরও ভাল দলে খেলার যোগ্য।