Dhoni Tips IPL 2024: দাম নিয়ে না ভেবে খেলায় মন দাও, ধোনির মন্ত্রে বাড়তি উদ্যম পাচ্ছেন নিলামে শোরগোল ফেলা তরুণ
Sameer Rizvi: টুর্নামেন্টে নিজের খেলা প্রথম বলেই রশিদ খানকে স্যুইপ করে ছক্কা মেরেছেন সমীর। সেই ওভারেই লং অফের ওপর দিয়ে রশিদকে ফের একটি ছক্কা মারেন। প্রথম সুযোগেই নজর কেড়ে নিয়েছেন সমীর।
চেন্নাই: গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ঘরের মাঠে তখন বিধ্বংসী ইনিংস খেলছেন শিবম দুবে। টিভি ক্যামেরা ধরল মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ব্যাট-প্যাড নিয়ে অপেক্ষা করছেন। চিপক গ্যালারি চিৎকারে ফেটে পড়ল। এই বুঝি ব্যাট করতে নেমে পড়লেন মাহি।
কিন্তু ধোনি নন। ১৯তম ওভারের দ্বিতীয় বলে যিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট করতে নেমেছিলেন, তিনি সমীর রিজভি (Sameer Rizvi)। ডেথ ওভারে সেই সময়ে স্পিনাররা বল করছিলেন। রিজভি নিজেই বলেছেন, '১৯তম ওভারে রশিদ বল করতে আসার পর কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, একটা উইকেট পড়লে তুমি নামবে। তখন থেকেই ভাবছিলাম যে, ১৯তম ওভারে একটা উইকেট পড়া মানে ক্রিজে গেলেই সকলে প্রত্যাশা করবে বাউন্ডারি মারি। আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল। পরিষ্কার করে নিয়েছিলাম, মাঠে গিয়ে বড় শট মারতেই হবে।'
টুর্নামেন্টে নিজের খেলা প্রথম বলেই রশিদ খানকে স্যুইপ করে ছক্কা মেরেছেন সমীর। সেই ওভারেই লং অফের ওপর দিয়ে রশিদকে ফের একটি ছক্কা মারেন। প্রথম সুযোগেই নজর কেড়ে নিয়েছেন সমীর। তাঁর কথায়, 'আমার আগের ম্যাচগুলি দেখলে বুঝবেন, আমি সর্বদাই স্পিনের বিরুদ্ধে ভাল খেলি। নেটেও স্পিনারদের বলে ভাল খেলেছি। আমি যখন ছোট ছিলাম, কাকা তনকিব আখতার স্পিনের বিরুদ্ধে ব্য়াটিং করাতেন। উনি নিজেই টেনিস বলে বল করতেন। একটা ৩০ গজের বৃত্ত টেনে দিয়ে বলতেন, তার বাইরে মারলেই ছক্কা। এভাবেই বছরের পর বছর প্র্যাক্টিস করে গিয়েছি।'
নিলামের টেবিলে ঝড় তুলেছিলেন সমীর। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ৮ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে সমীরকে নেয় চেন্নাই। এত চড়া দাম পাওয়ার পর থেকেই রিজভিকে নিয়ে চর্চা শুরু হয়। সমীর বলছেন, 'আমার ওপর কোনও চাপ ছিল না। খেলোয়াড়ের কাছে তার দাম কখনও চাপ হতে পারে না। আমি কেমন পারফর্ম করলাম বা কত রান করলাম সেটাই আসল। এমএস ভাই (ধোনি) আমাকে বলেছেন দাম নিয়ে না ভেবে খেলায় মনোযোগ দিতে। কারণ, প্রত্যেকের দাম আলাদা। আসল হল কেমন পারফর্ম করছি আর চাপ সামলাচ্ছি।'
আরও পড়ুন: মাঠেই গম্ভীরকে জড়িয়ে ধরলেন কোহলি, মধুরেণ সমাপয়েৎ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে