KKR IPL 2024: ক্যাচ ফেলা নিয়ে দুশ্চিন্তায় নাইট শিবির, ফিল্ডিং কোচের তৎপরতা, পাল্টাবে ছবি?
IPL 2024: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্য়াচ। সেই ম্যাচের আগে শুক্রবার দেখা গেল, ইডেনের হাই কোর্ট প্রান্তে বরুণকে নিয়ে পড়লেন রায়ান।
সন্দীপ সরকার, কলকাতা: কখনও বরুণ চক্রবর্তী, কখনও রামনদীপ সিংহ। ম্যাচের হয়তো মাহেন্দ্রক্ষণ। প্রতিপক্ষের পরপর উইকেট তুলে টুঁটি চেপে ধরা গিয়েছে। এবার শুধু শ্বাসরোধ করার অপেক্ষা। আচমকা লোপ্পা ক্যাচ ফেলে দিলেন বরুণ, কিংবা- রামনদীপ। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাত থেকে আলগা হয়ে গেল ম্যাচের রাশ। শেষ পর্যন্ত ম্যাচ কেকেআর জিতলেও, ক্যাচ ফেলার বদভ্যাস নিয়ে উদ্বিগ্ন নাইট শিবির। পরিস্থিতি এমনই যে, কেকেআরের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতের রাতের ঘুম উড়ে যাওয়ার পালা।
যার প্রতিফলন পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিসে। ফিল্ডিং নিয়ে বিশেষ কসরত শুরু হয়েছে নাইট শিবিরে।
কীরকম সেই প্রস্তুতি?
রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্য়াচ। সেই ম্যাচের আগে শুক্রবার দেখা গেল, ইডেনের হাই কোর্ট প্রান্তে বরুণকে নিয়ে পড়লেন রায়ান। তামিলনাড়ুর স্পিনারের বোলিং দক্ষতা নিয়ে সকলেই নিঃসংশয়। কিন্তু ফিল্ডিংয়ে প্রয়োজনের সময় এমন এমন সব ক্যাচ ফেলছেন যে, দলের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কেউ কেউ তো মজা করে এমনও বলছেন যে, ফিল্ডিংয়ের সময় মাঠে লুকিয়ে রাখা যাচ্ছে না বরুণকে।
Bracing ourselves for the 𝐇𝐎𝐌𝐄𝐑𝐔𝐍 😎
— KolkataKnightRiders (@KKRiders) April 12, 2024
Grab your seats now - https://t.co/GtG8qWnYgw pic.twitter.com/Vv6PLwHRni
সেই কারণে বরুণকে নিয়ে আঅলাদা সময় দিলেন রায়ান। তাঁকে টানা ক্যাচিং প্র্যাক্টিস করালেন। তারপর কেকেআরের ফিল্ডিং কোচ পড়লেন রামনদীপকে নিয়ে। ফাইবারের বাম্পারে বল ফেলে বল ছুড়তে লাগলেন। কোনও বল লাফাল, কোনওটা নীচু হল। তা দিয়েই প্র্যাক্টিস চলল রামনদীপের। উইকেটকিপাররা রিফ্লেক্স বাড়ানোর জন্য অনেক সময় এই ধরনের প্র্যাক্টিস করে থাকেন। সেই ফিল্ডিং ড্রিল এবার নাইটদের সব ক্রিকেটারদের জন্যই চালু করে দিয়েছেন রায়ান।
ডাচ কোচের টোটকায় কি ফিল্ডিংয়ের হতশ্রী ছবিটা বদলাবে কেকেআরের?
আরও পড়ুন: মুম্বইয়ে সৌরভ-আয়ুষ্মান বৈঠক! আইপিএলের মাঝেই দাদার জীবনকাহিনিতে ডুব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।