DC vs LSG, IPL 2024 Live Updates: IPL 2024 Live Updates: কাজে এল না আরশাদ খানের লড়াকু ইনিংস, LSG-কে ১৯ রানে হারাল DC
KL Rahul-Sanjeev Goenka Controversy : রাহুল-গোয়েঙ্কার ঘটনার পর তারকা ক্রিকেটারের লখনউ দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

Background
নয়াদিল্লি : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একপেশে হারের পর মাঠেই লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) ভর্ৎসনার ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা ক্রিকেটবিশ্ব। সেই ঘটনার পর প্রথমবার মাঠে নামতে চলেছে লখনউ দল। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (DC vs LSG)। কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচের জন্য দলের সঙ্গে রাজধানীতে যাননি রাহুল।
রাহুল-গোয়েঙ্কার ঘটনার পর তারকা ক্রিকেটারের লখনউ দলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাঁর অধিনায়ক যাওয়া থেকে দল ছাড়া, সব নিয়েই প্রবল জল্পনা। গোটা ঘটনায় বিশেষজ্ঞ থেকে সমর্থক, কতজনই না নিজেদের মতামত ব্যক্ত করে ফেলেছেন। যদিও রাহুলের দল ছাড়া অধিনায়কত্ব যাওয়ার জল্পনা শুরু হলেও, লখনউ শিবিরের তরফে বারংবার সেই জল্পনা খর্ব করে দেয়। দাবি করা হয় দলের অধিনায়ক এবং কর্ণধারের মধ্যে সম্পর্কে কোনও অবনতি হয়নি। সব ঠিকই রয়েছে। এবার সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলকে আলিঙ্গন করতে দেখা গেল। লখনউ সুপার জায়ান্টস মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজধানীতে হাজির হয়েছে। সেই ম্যাচের আগের রাতে নয়াদিল্লিতে নিজের বাসভবনে সঞ্জীব গোয়েঙ্কা গোটা দলের জন্য নৈশভোজের আয়োজন করে। সেখানেই রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা আলিঙ্গন করতে দেখা যায়।
এই আবহেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামতে চলেছে লখনউ। তাদের নিজেদের পরের দুই ম্যাচ জিততেই হবে। দুই ম্যাচ জিতলে রাহুলদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বজায় থাকবে। তবে সেক্ষেত্রেও সানরাইজার্স হায়দরাবাদ আর চেন্নাই সুপার কিংসের হারের প্রত্যাশায় থাকতে হবে লখনউকে। আর তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয়, তাহলে কার্যত সব আশা শেষ। কারণ শেষ ম্যাচে জিতলেও লখনউয়ের নেট রান রেট সিএসকে এবং সানরাইজার্সের থেকে এতটাই খারাপ যে কার্যত অস্বাভাবিক কিছু না ঘটলে সেক্ষেত্রে লখনউ বাকি দুই দলকে টপকে যেতে পারবে না।
DC vs LSG Live Updates: কাজে এল না আরশাদ খানের লড়াকু ইনিংস, LSG-কে ১৯ রানে হারাল DC
কাজে এল না আরশাদ খানের লড়াকু ইনিংস। LSG-কে ১৯ রানে হারাল DC।
IPL 2024 Live Updates: ১৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪৯ রান LSG-র
১৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪৯ রান LSG-র। ক্রিজে রয়েছেন আরশাদ খান ও যুদ্ধবীর সিংহ।




















