(Source: ECI/ABP News/ABP Majha)
Mitchell Starc: চার পা দৌড়ে বোলিং স্টার্কের, খেলবেন দিল্লির বিরুদ্ধে? বড় আপডেট দিলেন কেকেআর কোচ
IPL 2024: আরসিবির বিরুদ্ধে ম্যাচে শেষ ওভার বল করার সময় কর্ণ শর্মারই ফিরতি শটে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অস্ট্রেলীয় পেসার।
সন্দীপ সরকার, কলকাতা: তিনি খেললেও আলোচনায়। না খেললেও।
আইপিএলের (IPL 2024) ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার। শুরুতে রান বিলোচ্ছিলেন। তারপর দুটি ম্যাচে উইকেট তোলেন। তারপর ফের রান বিলি শুরু। ঝুলিতে রয়েছে জোড়া ওয়ান ডে বিশ্বকাপ। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রত্যাশাপূরণে ব্যর্থ। ডেথ ওভারে ফিকে। কর্ণ শর্মার মতো টেল এন্ডারও তাঁকে শেষ ওভারের তিন ছক্কা মেরে কেকেআরকে কার্যত হারিয়ে দিয়েছিলেন।
সেই মিচেল স্টার্ক (Mitchell Starc) কি দিল্লি ক্যাপিটালসের (KKR vs DC) বিরুদ্ধে সোমবার ইডেন গার্ডেন্সে খেলবেন?
লাখ টাকার প্রশ্ন। বা বলা ভাল, ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার প্রশ্ন। আরসিবির বিরুদ্ধে ম্যাচে শেষ ওভার বল করার সময় কর্ণ শর্মারই ফিরতি শটে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অস্ট্রেলীয় পেসার। তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি বাঁহাতি পেসার। স্টার্কের পরিবর্ত হিসাবে সেই ম্য়াচে খেলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। কেকেআর জার্সিতে অভিষেক হয় তাঁর। যদিও অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রীলঙ্কার পেসার। কারণ, পাঞ্জাব কিংসেব বিরুদ্ধে পুরো চার ওভার বল করানো যায়নি চামিরাকে। ৩ ওভারে ৪৮ রান খরচ করেন শ্রীলঙ্কার ক্রিকেটার।
স্টার্ক কি ফিট? ঋষভ পন্থদের বিরুদ্ধে খেলবেন? সাংবাদিক বৈঠকে এসে কেকেআরের কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিতকেও শুনতে হল সেই প্রশ্ন। পণ্ডিত বললেন, 'ওর চোট ছিল। সেটা কতটা সেরেছে, প্র্যাক্টিসে দেখে বুঝব। তারপর সিদ্ধান্ত নেব।' ধোঁয়াশা বজায় রাখলেন পণ্ডিত মশাই।
রবিবার ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে দেখা গেল, বোলিং শুরু করেছেন স্টার্ক। প্রায় চারদিন পরে। যদিও পুরো রান আপ নিয়ে নয়। স্টার্ককে দেখা গেল, তিন-চার পা দৌড়ে বল করছেন। তবে পূর্ণ গতিতে। রান আপ কমলেও বলের গতি কমাননি। স্টার্ককে দেখে অন্তত মনে হয়েছে, চার ওভার বোলিং করে দিতে পারেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও অজ়ি তারকাকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেকেআর শিবিরের কেউ কেউ।
চামিরার পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্ট খুব একটা সন্তুষ্ট বলে খবর নেই। বরং দিল্লির হার্ডহিটারদের বিরুদ্ধে স্টার্ককে ফিরিয়ে বোলিংয়ে বাড়তি ধার যোগ করতে চাইবে নাইট শিবির। শেষ পর্যন্ত কী হবে?
আরও পড়ুন: রিঙ্কু সিংহ কট শাহরুখ বোল্ড আব্রাম! দেড় ঘণ্টা অন্য ক্রিকেট দেখল ইডেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।