IPL Points Table: মুম্বইয়ের পর বিদায় পাঞ্জাবের, আইপিএলের প্লে অফের দৌড়ে কোন কোন দল?
IPL 2024: পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে তা নিয়ে হিসেব নিকেশের অন্ত নেই।
কলকাতা: চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে আইপিএল (IPL 2024)। পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। কোন চার দল প্লে অফের টিকিট পাবে তা নিয়ে হিসেব নিকেশের অন্ত নেই। অঙ্ক কষছে যুযুধান সব শিবিরই।
টুর্নামেন্টের শুরুতে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই প্রথম আইপিএলে প্রথম তিন ম্যাচ টানা জিতেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। এই মুহূর্তে কেকেআরই পয়েন্ট টেবিলের শীর্ষে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট শ্রেয়স আইয়ারদের। তবে নাইটদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন সঞ্জু স্যামসনরা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে রাজস্থানের ঝুলিতেও। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে কেকেআর। মোটামুটিভাবে এই দুই দলের প্লে অফ খেলা নিশ্চিত।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। যে দলের ব্যাটাররা ভয়ঙ্কর ফর্মে। ট্র্যাভিস হেড থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, প্রত্যেকে ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে। প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে হায়দরাবাদ।
১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তিনটি দল। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। একটি ম্যাচ কম খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ১১ ম্যাচ খেলেছে সিএসকে।
তবে দুটি দল ইতিমধ্যেই আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে ৮ পয়েন্ট মুম্বইয়ের। শেষ দুই ম্যাচে জিতলে ১২ পয়েন্ট হবে হার্দিক পাণ্ড্যদের। ১২ ম্যাচের শেষে পাঞ্জাব কিংসেরও পয়েন্ট ৮। শেষ দুই ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ১২। ১৪ মে আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলই ইতিমধ্যেই ১২ পয়েন্টে দাঁড়িয়ে। সেই ম্যাচে যে দল জিতবে, ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। ম্যাচ ভেস্তে গেলেও দুই দলের পয়েন্ট দাঁড়াবে ১৩ করে। সেক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে আর কোনও দলই প্লে অফের টিকিট পাবে না।
তবে পরপর ৪ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভেসে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২ ম্যাচে বিরাট কোহলিদের ঝুলিতে ১০ পয়েন্ট। সর্বোচ্চ ১৪ পয়েন্টে শেষ করতে পারে আরসিবি।
প্লে অফের দৌড়ে শেষ পর্যন্ত দেখা যাবে কোন চার দলকে?
আরও পড়ুন: IPL Exclusive: চন্দননগর থেকে আইপিএলের আকাশে বাংলার একমাত্র উজ্জ্বল তারা, অভিষেকের অজানা গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।