IPL 2024: ফাইনালের টিকিট আদায়ের লড়াই, শুক্রবার কখন, কোথায় দেখবেন সানরাইজার্স-রাজস্থান দ্বৈরথ?
IPL 2024, RR vs SRH: আরসিবির বিরুদ্ধে ম্য়াচে রাজস্থান শিবিরে ফিরেছিলেন শিমরন হেটমায়ের। অনেকদিন পরে আইপিএলে খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
চেন্নাই: দেখতে দেখতে আইপিএলের (IPL 2024) একেবারে শেষ লগ্নে চলে এসেছে টুর্নামেন্ট। আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আরসিবিকে হারিয়ে ফাইনালে ওঠার আশা এখনও জিইয়ে রেখেছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। অন্য়দিকে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্যায়ের খেলা শেষ করায় নাইটদের বিরুদ্ধে হারের পরও আরও একটা সুযোগ পাচ্ছে প্যাট কামিন্সের দল। আগামীকাল যে জিতবে সেই ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ হতে চলেছে -
কাদের ম্যাচ?
আজ আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচ
ম্য়াচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলা হবে। এই মাঠটি চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে না আগামীকালের ম্য়াচে। সূত্রের খবর, মাঠের সাত নম্বর পিচে খেলা হবে। এই পিচ থেকে দেখতে অন সাইডে একেবারে ছোট বাউন্ডারি।
আরসিবির বিরুদ্ধে ম্য়াচে রাজস্থান শিবিরে ফিরেছিলেন শিমরন হেটমায়ের। অনেকদিন পরে আইপিএলে খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন ক্যারিবিয়ান তারকা। ম্য়াচে খারাপ সময়ে নেমে রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধেছিলেন। দলকেও বিপদসীমা থেকে বের করিয়েছিলেন। যদিও ম্য়াচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হেটমায়েরের উপস্থিতি দলের ভারসাম্য় বাড়িয়েছে। বিশেষ করে টানা চার ম্য়াচ হারের পর আরসিবির বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়াবে স্যামসনের দলকে।
অন্য়দিকে সানরাইজার্স হায়দরাবাদের জন্য জয়ের সরণিতে ফিরে আসার লড়াই। কেকেআরের বিরুদ্ধে হার কিছুটা হলেও শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছে। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা রান না পেলে কিন্তু মিডল অর্ডার সেভাবে হাল ধরতে পারছে না। বোলিং শাহবাজ, আব্দুল সামাদরা ক্রিজে সেট হয়ে বড় রান বোর্ডে তুলতে পারছেন না। শুক্রবারের ম্য়াচে রাজস্থানের বিশ্বমানের বোলিং অ্য়াটাকের সামনে এটাও কিন্তু চ্যালেঞ্জ থাকবে কামিন্স বাহিনীর।