Riyan Parag: ইডেনের শব্দব্রহ্ম আর শাহরুখের যুগলবন্দিতেও ভয় পাচ্ছে না রাজস্থান রয়্যালস
KKR vs RR: কেকেআর এবারের টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে রয়েছে। ঘরের মাঠে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে যেভাবে একপেশেভাবে হারিয়েছে, তাতে সমর্থকেরা উচ্ছ্বসিত।
সন্দীপ সরকার, কলকাতা: ঠিক এগারো মাস আগের দৃশ্যটা মনে করুন। গত বছরের ১১ মে। ভরা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেদিন মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KKR vs RR)। একমাত্র বেঙ্কটেশ আইয়ার ছাড়া কেকেআরের আর কেউই সেদিন রান পাননি। বাকি ম্যাচ জুড়ে শুধুই যশস্বী জয়সওয়াল। ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের সেই বিধ্বংসী ইনিংস নিয়ে এখনও আলোচনা হয়। আগ্রাসী ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসনও। নাইটদের ডেরায় এসে ৯ উইকেটে কেকেআরকে দুরমুশ করেছিল রাজস্থান।
এবার অবশ্য ছবিটা আলাদা। কেকেআর এবারের টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে রয়েছে। ঘরের মাঠে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে যেভাবে একপেশেভাবে হারিয়েছে, তাতে সমর্থকেরা উচ্ছ্বসিত। মঙ্গলবার একদিকে থাকবেন শাহরুখ খান আর তাঁর উগ্র সমর্থন। অন্যদিকে ৬৫ হাজার ইডেনের শব্দব্রহ্ম। স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেমে বাজবে, ঝুমে জো পাঠান... একচেটিয়া নাইটদের সমর্থন। যা যে কোনও দলের মনোবল দুমড়ে দিতে পারে। তাতে সমস্যা হবে না? সেই পরিস্থিতির জন্য তৈরি হচ্ছেন কীভাবে?
সোমবার কেকেআর শিবির বিশ্রামে কাটাল। তবে ইডেন গার্ডেন্সে অনুশীলন করলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারেরা। সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের প্রশ্ন শুনে রিয়ান পরাগ (Riyan Parag) বললেন, 'মাঠে নামলে এসব ব্যাপার আর মাথায় থাকে না। স্টেডিয়ামে পৌঁছলে হয়তো একটু মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। হয়তো তখন কানে প্রতিপক্ষ দলের সমর্থকদের কথাবার্তা আসে। তবে একবার খেলা শুরু হয়ে গেলে আর কিছু মাথায় থাকে না। তাই কেকেআরের জন্য গ্যালারির সমর্থন কোনও ফারাক গড়ে দেবে না। এর আগেও আমরা প্রচুর দর্শকের সামনে খেলেছি। সকলেই কাল কেকেআরকে সমর্থন করবেন নিশ্চিতভাবেই। তবে মাঠে যখন খেলব বা চাপের মুহূর্তে এসব মাথায় থাকবে না।'
রিয়ান নিজে এবারের আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে। ৬ ম্যাচে ২৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলির ঠিক পরেই রয়েছেন অসমের তরুণ। তাঁর কথায়, 'আমি দলের হয়ে অবদান রাখতে পারছি। গত কয়েক বছর ধরে সেই চেষ্টাই করছি। আগে সফল হইনি। এবার পারছি আর সেটাই বজায় রাখতে চাই।'
আরও পড়ুন: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।