IPL: ২২ গজে ফের মুখোমুখি কিং ও প্রিন্স, আজ কখন, কোথায় দেখবেন আরসিবি বনাম গুজরাত দ্বৈরথ?
RCB vs GT: এর আগে দু দলের সাক্ষাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয় ছিনিয়ে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল। এবার চিন্নাস্বামীতে তার প্রতিশোধ নেওয়ার পালা গুজরাত শিবিরের।
বেঙ্গালুরু: আইপিএলের সুপার স্যাটারডে আজ। আর ২২ গজে আজ কিং বনাম প্রিন্সের দ্বৈরথ। বিরাট কোহলির (Virat Kohli) মুখোমুখি শুভমন গিল (Subhman Gill)। আরও একবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujrat Titans)। চলতি আইপিএলে এর আগে দু দলের সাক্ষাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয় ছিনিয়ে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল। এবার চিন্নাস্বামীতে তার প্রতিশোধ নেওয়ার পালা গুজরাত শিবিরের।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স মুখোমুখি হবে
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন থাকবে পিচ?
এই মাঠেই খেলতে নেমে ৫৪৯ রান বোর্ডে তুলেছিল বেঙ্গালুরু ও সানরাইজার্স। আজকের ম্য়াচেও হাই স্কোরিং হবে বলেই মনে করা হচ্ছে। পিচ থেকে ব্যাটাররা সুবিধে পাবেন ২ দলেরই। তবে স্পিনারদের জন্য় মাঝের ওভারে কিছুটা চাপ বাড়বে ব্যাটারদের। এমনিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
টুর্নামেন্টের অর্ধেকের বেশি ম্য়াচ সব দলই খেলে ফেলেছে। এই পরিস্থিতিতে গত বছরের ছবিটা একদম অন্যরকম ছিল। সেবার গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল এই সময়টায়। গুজরাত একটি মাত্র জয় থেকে দূরে ছিল প্লে অফের প্রথম চারে জায়গা করে নেওয়া থেকে।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত দু দলের কোনও দলই প্লে অফের জায়গা পাকা করেনি। আরসিবির হাল তো আরও খারাপ। এখনও পর্যন্ত ১০ ম্য়াচ খেলে ৩টি জয় পেয়েছে দল। পয়েন্ট টেবিলে দশ নম্বরে রয়েছে তারা। অন্যদিকে গুজরাত টাইটান্স ১০ ম্য়াচ খেলে আট পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলেও আট নম্বরে রয়েছে। প্লে অফের রাস্তা সহজ করতে এখান থেকে দুটো দলের জয় ছাড়া আর কোনও উপায় নেই।
এই ম্য়াচে কোনও পরিবর্তন হয়ত করবে না কোনও দলই। আগের ম্য়াচে আরসিবি একাদশে ঢুকেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। তাঁর থেকে ব্যাট হাতে রান দেখতে চাইবেন আরসিবি সমর্থকরা। অন্য়দিকে গিলের দলও চাইবে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের পথে আরো একটু এগিয়ে যেতে।