Vijay Mallya On RCB: ট্রফি জেতার দারুণ সুযোগ কোহলিদের, পূর্বাভাস দেশছাড়া বিজয় মাল্যর
IPL 2024: প্রাক্তন আরসিবি মালিকের মতে, বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কোয়ালিফায়ার টু-য়ের যোগ্যতা অর্জনের দারুণ সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
আমদাবাদ: তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB vs RR) দলের প্রাক্তন মালিক। তাঁর হাত ধরেই প্রথম আইপিএলে (IPL 2024) তৈরি হয়েছিল তারকাসমৃদ্ধ এক দল। আরসিবি-র ম্যাচ থাকলেই তিনি হাজির থাকতেন মাঠে। সঙ্গে থাকতেন তাঁর পুত্র সিদ্ধার্থ। যদিও সেই সময় বদলেছে। আর্থিক তছরুপের দায়ে লুক আউট নোটিশ জারি হয়ে গিয়েছিল বিজয় মাল্যর নামে। গ্রেফতারি এড়াতে তিনি দেশছাড়া। তবে আরসিবি-প্রীতি কী করে যায়? আইপিএলের এলিমিনেটরে (IPL Eliminator) বিরাট কোহলিদের (Virat Kohli) মাঠে নামার দিনই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন বিজয় মাল্য (Vijay Mallya)।
আরসিবি-র প্রাক্তন মালিক এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমার মন বলছে আইপিএল ট্রফি জয়ের সেরা সুযোগ রয়েছে আরসিবির।' এখানেই থেমে থাকেননি মাল্য। বিরাট কোহলিকে দলে নেওয়া থেকে শুরু করে দলগঠন, সব কিছু নিয়েই স্মৃতিমেদুর মাল্য। লিখেছেন, 'আমি যখন আরসিবি-র ফ্র্যাঞ্চাইজি সত্ব নিয়ে দর হেঁকেছিলাম, আমি বিরাটের জন্যও ঝাঁপিয়েছিলাম। আমার মন বলছিল এর চেয়ে ভাল বিকল্প হতে পারে না। এবার আমার মন বলছে আরসিবি-র সামনে আইপিএল ট্রফি জেতার সেরা সুযোগ রয়েছে। ভাল হোক। শুভেচ্ছা রইল।'
When I bid for the RCB franchise and I bid for Virat, my inner instinct told me that I could not have made better choices. My inner instinct tells me that RCB have the best chance to go for the IPL Trophy. Onward and Upward. Best of luck.
— Vijay Mallya (@TheVijayMallya) May 21, 2024
প্রাক্তন আরসিবি মালিকের মতে, বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কোয়ালিফায়ার টু-য়ের যোগ্যতা অর্জনের দারুণ সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। একটা সময় মনে হয়েছিল, এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে আরসিবি-কে। কিন্তু টানা ছয় ম্যাচ জিতে সব হিসেব নিকেশ বদলে দিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা। পেয়ে গিয়েছেন প্লে অফে খেলার যোগ্যতা। বুধবারই ভাগ্যপরীক্ষা কোহলিদের।