IPL 2024: গেলকে টেক্কা, অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলার ফাঁকেই আরসিবির জার্সিতে নতুন রেকর্ড কোহলির
Virat Kohli Record: নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান এই তারকা ব্যাটার।
বেঙ্গালুরু: আইপিএলে আরও একটা রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমে টপকে গেলেন ক্রিস গেলকে। আরসিবির জার্সিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক এখন কিং কোহলি। এর আগে গেলের ঝুলিতে ছিল এই রেকর্ড। ২৩৯ টি ছক্কা হাঁকিয়েছেন ইউনিভার্সাল বস আরসিবির জার্সিতে। শুক্রবার নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪টি ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে গেলকে টেক্কা দিয়ে দিলেন কোহলি। তাঁর ঝুলিতে বর্তমানে ২৪২টি ছক্কা।
নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান এই তারকা ব্যাটার। আগের ম্য়াচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন কিং কোহলি। এদিনের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে অরেঞ্জ ক্যাপের মালিকও হয়ে গেলেন তিনি। এই মুহূর্তে বিরাটের আরসিবির জার্সিতে ছক্কার সংখ্যা ২৪২। গেল ২৩৯। এবি ডিভিলিয়ার্স ২৩৮ টি ছক্কা হাঁকিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল। ৬৭টি ছক্কা হাঁকিয়েছেন এখনও পর্যন্ত অজি তারকা ব্যাটার। কোহলি আইপিএলে এদিন নিজের ৫২ তম অর্ধশতরান পূরণ করেন।
View this post on Instagram
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত মোট ১০১টি পঞ্চাশ প্লাস স্কোর রয়েছে বিরাটের। প্রথম ভারতীয় ও বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একশোর বেশি সংখ্যক অর্ধশতরান হাঁকানোর নজির গড়লেন কিং কোহলি।
এদিকে, আজ চিন্নাস্বামী দেখল এক উলোটপুরাণের ছবি। কােহলি-গম্ভীরের কোলাকুলির ছবি ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়। আরসিবি ইনিংসের ১৬তম ওভার তখন সবে শেষ হয়েছে। স্ট্র্যাটেজিক টাইম আউট। মাঠে ক্রিকেটারেরা জল পান করে নিচ্ছিলেন। ক্রিজে তখন কোহলি। মাঠে ঢোকেন কেকেআরের মেন্টর গম্ভীর। স্ট্র্যাটেজিক টাইম আউটের আড়াই মিনিট সময় যে রণকৌশল ঠিক করে নেওয়ার মাহেন্দ্রক্ষণ।
গম্ভীরকে দেখে এগিয়ে যান কোহলি। দুজনকে দেখা যায় একে অপরকে আলিঙ্গন করছেন। হাসিমুখে কথা বলেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দুজনের সম্পর্কের বরফও যেন গলার ইঙ্গিত। ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী। যিনি কোহলি ঘনিষ্ঠ বলেই পরিচিত। মজা করে শাস্ত্রী বলে ফেললেন, 'দারুণ স্পিরিট দেখাল দু'জন। দর্শকেরা হয়তো এই দৃশ্য দেখে খুব একটা খুশি হবেন না।'