IPL 2025: সিএসকের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক, বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্বে কে?
Mumbai Indians: প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে হার্দিক পাণ্ড্যই সিএসকে ম্যাচের জন্য দলের অধিনায়কের নাম ঘোষণা করে দেন।

মুম্বই: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মহামোকাবিলা। সুপার সানডেতে আইপিএলের 'এল ক্লাসিকো' আয়োজিত হবে। অর্থাৎ রবিবার, ২৩ মার্চ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI)। সেই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে এই ম্যাচে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিতে দেখা যাবে না।
এ বারের আইপিএলের প্রথম ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন হার্দিক। ঘটনাটি গত বারের আইপিএলে পল্টনদের শেষ ম্যাচের। লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের নির্ধারিত সময়ে ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই অধিনায়ক হার্দিককে ৩০ লক্ষ টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী মরশুমে তিনটি ম্যাচে দল নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে না পারলে, তৃতীয় দফার পর দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। হার্দিকের ওপরে এই নিয়ম লাগু হওয়ায় তিনি মুম্বইয়ের হয়ে মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।
হার্দিকের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? দৌড়ে তিন তারকার নাম উঠে আসছিল। ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, টিম ইন্ডিয়ার টেস্ট সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা এবং অবশ্যই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ওয়ান ডে ও টেস্ট দলের নেতা রোহিত শর্মা (Rohit Sharma)। অনেকেই আশা করছিলেন যে রোহিত শর্মা আবার এই সুযোগে মুম্বইকে নেতৃত্ব দেবেন।
𝗦𝗞𝗬 (CAPTAIN) for our opening match 🆚 CSK ✨💙#MumbaiIndians #PlayLikeMumbai #CSKvMI pic.twitter.com/fSbtKgVrVV
— Mumbai Indians (@mipaltan) March 19, 2025
তবে তেমনটা হচ্ছে না। প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে সিএসকে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের নেতার নাম হার্দিক নিজেই সকলকে জানিয়ে দেন। তিনি বলেন, 'সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav) ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সেই কারণেই আমার অনুপস্থিতিতে সিএসকের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ওই সবথেকে যোগ্য ব্যক্তি।'
শুধু হার্দিক পাণ্ড্য নয়, আরেক তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরাকেও এই ম্যাচের জন্য পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। তারকা ফাস্ট বোলার এখনও পর্যন্ত সম্পূর্ণ ফিট হননি। তাঁর না থাকাটাও নিঃসন্দেহে একটা বড় ধাক্কা হতে চলেছে। সেই ধাক্কা সামলে পল্টনরা জিততে পারেন কি না, এখন সেটাই দেখার।



















