IPL Auction 2023: ধোনির গড় থেকে ক্রিকেটার তুলে নিলামে ব্যাটিং শুরু কেকেআরের
KKR News: নিলামে তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। জগদিশানকে ৯০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
কোচি: মহেন্দ্র সিংহ ধোনি যে দলের হয়ে আইপিএল খেলেন, সেই চেন্নাইয়ের তারকা ক্রিকেটারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার এন জগদিশানকে নিলাম থেকে কিনল কেকেআর।
আগেই বোঝা গিয়েছিল যে, একজন উইকেটকিপার-ব্যাটারের জন্য নিলামে দর হাঁকবে শাহরুখ খান-জুহি চাওলার দল। নজরে ছিল জগদিশান। যিনি ইনিংস ওপেন করতে পারবেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জগদিশান। যার মধ্যে ১৪১ বলে ২৭৭ রানের ঝোড়ো ইনিংসও ছিল একটি। সেই জগদীশানকে শেষ পর্যন্ত দলে নিল কেকেআর।
তবে মনে করা হয়েছিল, জগদীশানকে নিয়ে প্রবল দর কষাকষি চলবে। শেষ পর্যন্ত তা হয়নি। নিলামে তাঁর ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। জগদিশানকে ৯০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
বড় দাম মুকেশের
আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার (Mukesh Kumar)। সাড়ে ৫ কোটি টাকা দাম পেলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
এর আগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে ছিলেন মুকেশ। তবে নেট বোলার হিসাবে। আইপিএলে এখনও অভিষেক হয়নি ডানহাতি পেসারের। সম্প্রতি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। তারপর থেকেই ইঙ্গিত ছিল যে, এবারের আইপিএলে ভাল দাম পেতে পারেন বাংলার পেসার। ক্রিকেটের টানে যিনি বিহার থেকে কলকাতায় এসেছিলেন।
নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। মুকেশের জন্য দর কষাকষি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। পরে দিল্লি ও পাঞ্জাব কিংসও নিলামে ঝাঁপায়। শেষ হাসি রিকি পন্টিং-ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরই।
ব্রুকের চমক
নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি ৫০ লক্ষ টাকা। শুরু থেকেই তাঁকে পেতে ঝাঁপিয়েছিল সব দল। দর হাঁকতে শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তাদের সঙ্গেই দর হাঁকতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শেষ পর্যন্ত ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় হ্যারি ব্রুককে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতে অবশ্য দর হাঁকাহাঁকির লড়াইয়ে ছিল না হায়দরাবাদ। বরং মনে করা হয়েছিল, রাজস্থান রয়্যালস ও আরসিবির মধ্যে কোনও একটি দল ব্রুকসকে কিনে নিতে পারে। তবে ইংরেজ ব্যাটারের জন্য ঝাঁপায় হায়দরাবাদও। ৫ কোটি ২৫ লক্ষ টাকা থেকে দর হাঁকা শুরু করে হায়দরাবাদ।
বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিলেন ব্রুক। আইপিএলের যে কোনও মিনি নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ব্যাটার হলেন ব্রুক। তিনি ভেঙে দিলেন শিমরন হেটমায়ারের রেকর্ড। শিমরন মিনি নিলামে সাত কোটি ৭৫ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন ইংরেজ তারকা।
টি-টোয়েন্টি ক্রিকেটে দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট। রয়েছে একটি সেঞ্চুরিও। ২৩ বছরের ডানহাতি ব্যাটার ব্রুক অনূর্ধ্ব ১৯ ইংল্যান্ড দলকে নেতৃত্বও দিয়েছেন। তাঁকে নিয়ে যে দর কষাকষি চলবে, তার আগাম ইঙ্গিত ছিলই।
আরও পড়ুন: আইপিএলে রেকর্ড অর্থ পেয়ে প্রয়াত বাবার জন্য চোখে জল বাংলার পেসার মুকেশের