IPL Auction: ভেঙে গেল আইপিএলের সমস্ত রেকর্ড, ২০.৫ কোটিতে কামিন্সকে কিনল হায়দরাবাদ
Pat Cummins: গত মরশুমে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কিন্তু তাঁকে রিটেন করেনি কেকেআর। নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল।
দুবাই: গত মরশুমে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কিন্তু তাঁকে রিটেন করেনি কেকেআর। নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতে প্যাট কামিন্স (Pat Cummins) প্রমাণ করে দেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। নিলামে যে তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলবে, সেটা প্রত্যাশিতই ছিল।
মরুদেশে কামিন্সকে নিয়ে ঝড় উঠল নিলামের (IPL Auction) টেবিলে। নিলামে তাঁর ন্যূনতম দর ছিল কামিন্সের। নিলামের দর হাঁকা শুরু হতেই ময়দানে নামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা যে অস্ট্রেলিয়ার পেসারকে পেতে মরিয়া, শুরুতেই বুঝিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে লড়াই শুরু করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ।
কিছুক্ষণের মধ্যেই তাঁর দর পেরিয়ে যায় ১০ কোটি টাকা। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসাবে ১০ কোটি দর ছাড়িয়ে যায় অজ়ি পেসারের। যিনি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নিল হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে এর আগে এত দর পাননি কোনও ক্রিকেটার। ভেঙে গেল স্যাম কারানের রেকর্ড। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় ইংরেজ অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস। সেটাই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় দর। সেই রেকর্ড ছাপিয়ে গেলেন কামিন্স।
অস্ট্রেলীয় অধিনায়কের দর ২০ কোটি ছাড়িয়ে যেতেই দুবাইয়ের কোকা কোলা এরিনায় সকলে হাততালি দিয়ে ওঠেন। রেকর্ড দরকে যেন কুর্নিশ জানালেন ক্রিকেটপ্রেমীরা।
PAT your backs, Hyd. We’re HEADing towards glory 🧡#HereWeGOrange pic.twitter.com/0nOwwkcyg2
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023
কামিন্সকে নিয়ে চার দল প্রবল দর কষাকষি করলেও, সেই লড়াইয়ে নামেনি কেকেআর। যদিও ইডেন গার্ডেন্সের পিচের পাল্টে যাওয়া চরিত্রের কারণে অনেকেই ভেবেছিলেন যে, কামিন্সের মতো পেসারকে পেতে ঝাঁপাবে নাইট শিবির। যদিও শেষ পর্যন্ত নিলামের শহরেই কামিন্সের খেলা নিশ্চিত হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের নায়ককেও ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ। সব মিলিয়ে দুই বিশ্বকাপজয়ী নক্ষত্রকে দলে নিয়ে চমক দিল হায়দরাবাদ।
আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে