BCCI on IPL: নিরাপদে বাড়ি পৌঁছনোর দায়িত্ব আমাদের, ক্রিকেটারদের আশ্বাস আইপিএল কর্তার
আইপিএল নিয়ে যতই সংশয় তৈরি হোক না কেন, টুর্নামেন্ট চলবে। এবং যতদিন না টুর্নামেন্ট শেষ হওয়ার পর সকলে বাড়ি ফিরে যাচ্ছেন, ততদিন বোর্ড সমস্ত কিছুর দায়িত্ব নেবে।
মুম্বই: আইপিএল নিয়ে যতই সংশয় তৈরি হোক না কেন, টুর্নামেন্ট চলবে। এবং যতদিন না টুর্নামেন্ট শেষ হওয়ার পর সকলে বাড়ি ফিরে যাচ্ছেন, ততদিন বোর্ড সমস্ত কিছুর দায়িত্ব নেবে। আইপিএলে অংশগ্রহণকারী আট দলের ক্রিকেটারদের চিঠি দিয়ে আশ্বস্ত করলেন আইপিএলের চিফ অপারেটিং অফিসার (সিওও) হেমঙ্গ আমিন। সকলের নিরাপদে বাড়ি পৌঁছনোর দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের এভাবে আশ্বাস দিলেন আইপিএল কর্তা।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেসামাল ভারতও। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, 'ভারত ও পাকিস্তান, দু দেশেরই ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া বা পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু করা উচিত কি না। এখন সম্পূর্ণ খরচ করা উচিত বিপর্যস্ত মানুষের জন্য। আইপিএলের চেয়েও অক্সিজেন এখন অনেক বেশি জরুরি।'
টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই। দেশে ফিরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে টাই বললেন, 'যে দেশে করোনা সংক্রমণের এত বাড়বাড়ন্ত, মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না, সেখানে ভারতীয় সরকার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি এত টাকা খরচ করে আইপিএল করছে কীভাবে!'
এই যখন পরিস্থিতি, তখন আমিনের চিঠি সব ক্রিকেটারদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করার প্রয়াসেই। আমিন প্লেয়ারদের জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার পর সমস্ত ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফেরা যে যাঁর বাড়িতে ফিরে গেলে তবেই বোর্ডের দায়িত্ব শেষ। অর্থাৎ, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। আমিন চিঠিতে লিখেছেন, 'আমরা জানি টুর্নামেন্ট শেষ হওয়ার পর কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে আপনারা অনেকে উদ্বিগ্ন। সেটা স্বাভাবিক। তবে সেই দায়িত্ব আমাদের।'
আমিন জানিয়েছেন, এখন থেকে পাঁচদিন নয়, জৈব সুরক্ষা বলয়ে প্রত্যেক দুদিন অন্তর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। সেই সঙ্গে টিমহোটেলের বাইরে থেকে খাবার আনাতেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।