IPL Mega Auction 2022: লড়াই করেও দাদাকে পেলেন না হার্দিক, ক্রুণাল খেলবেন লখনউয়ে
IPL Auction 2022: ছোট ভাই হার্দিক পাণ্ড্যকে আগেই তুলে নিয়েছে আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আর শনিবার ছিল দাদার ভাগ্যপরীক্ষা। ক্রুণাল পাণ্ড্য উঠেছিলেন নিলামে।
বেঙ্গালুরু: আইপিএলে দুজনই খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলে দলকে জিতিয়েছেন একের পর এক ম্যাচ। তবে আগামী আইপিএলের জন্য দুই ভাইকেই রিটেন করেনি মুম্বই। ছেড়ে দিয়েছে।
ছোট ভাই হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) আগেই তুলে নিয়েছে আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। আর শনিবার ছিল দাদার ভাগ্যপরীক্ষা। ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya) উঠেছিলেন নিলামে। তাঁকে নিয়ে দর কষাকষি শুরু হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের। এরপর দর কষাকষিতে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ মুহূর্তে দাদাকে পেতে মরিয়া লড়াই শুরু করে ভাই হার্দিকের দল গুজরাত টাইটান্স। ৮ কোটি পর্যন্ত দর হাঁকা হয় ক্রুণালের জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে একই দলে খেলার স্বপ্নপূরণ হল না ক্রুণালের। ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল লখনউ সুপার জায়ান্টস। যে দলে তাঁর সতীর্থ দীপক হুডা। সেই হুডা, ক্রুণালের সঙ্গে ঝামেলার পর যিনি বঢোদরা রাজ্য দল ছেড়েছিলেন।
নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।
দুই তারকার জন্য খরচ প্রায় ২০ কোটি! অধিনায়ক পেয়ে গেল কেকেআর?
দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।