IPL Retention: ধোনি, জাডেজা, দুবে... রিটেন করা হবে কাদের, ডেডলাইনের আগেই বড় ইঙ্গিত চেন্নাই সুপার কিংসের
Chennai Super Kings: বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দশ দলকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। তার আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হবে, তা নিয়ে বড়সড় ইঙ্গিত দিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
চেন্নাই: আইপিএলের ইতিহাসে সফলতম দুই দলের একটি। পাঁচ-পাঁচবারের চ্যাম্পিয়ন। যে দলের ব্রহ্মাস্ত্র? ক্যাপ্টেন কুল, কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে সেই ধোনিকে কি পরের আইপিএলের জন্য রিটেন করবে চেন্নাই সুপার কিংস (CSK)? শোনা গিয়েছিল, ধোনির জন্যই রিটেনশন নিয়ম বদলে ফেলতে বোর্ডকে কার্যত বাধ্য করেছে সিএসকে। পাঁচবছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারকে যে কারণে আনক্যাপড হিসাবে গণ্য করার নিয়ম এনেছে আইপিএল।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দশ দলকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। তার আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হবে, তা নিয়ে বড়সড় ইঙ্গিত দিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবং মতামত চাইল ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করল সিএসকে।
মঙ্গলবার সিএসকে-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে ভক্তদের ভোট দেওয়ার জন্য বলা হয়। মেগা নিলামের আগে কোন ক্রিকেটারদের রিটেন করা হবে, তা নিয়ে সমর্থকদের মতামত চাওয়া হয়।
এক্স হ্যান্ডলে পাঁচজন ক্রিকেটারের জন্য আলাদা আলাদা ইমোজি ব্যবহার করেছে সিএসকে। অনুরাগীদের বলা হয়েছে, অনুমান করতে কোন ক্রিকেটারদের কথা ইঙ্গিত করা হয়েছে।
💛😍🔥🤝✅🌟
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
💪🧑🍳⚡🦁🕸️⚓
🚀🧨🏏🥊🛶🎯
🏓🎤🎩⏳🚁🔍
🛡️⚔️🧸🥝🎠🤞
The Ones You Seek is Seeking You!
Tap the 🔗 - https://t.co/MNwIFDgxBK
and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025
তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, হেলিকপ্টারের ইমোজি ব্যবহার করা হয়েছে। ভক্তরা ধরেই নিয়েছেন যে, ক্রিকেট মাঠে হেলিকপ্টার শটের প্রবক্তা ধোনিকে ধরে রাখার কথা কার্যত ঘোষণাই করে দিয়েছে সিএসকে। সঙ্গে ঘোড়া ও তরবারির ইমোজি দিয়ে রবীন্দ্র জাডেজা ও রকেটের ইমোজি দিয়ে মাথিশা পাথিরানার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে মত ক্রিকেটপ্রেমীদের। কিউয়ি ফলের ইমোজি দিয়ে রাচিন রবীন্দ্রর কথা বোঝানো হয়েছে কি না বা আগুন ও তারা ইমোজি দিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের কথা বলা হয়েছে কি না, তা নিয়েও চলছে জল্পনা।
আরও পড়ুন: কেরলের বিরুদ্ধে এক পয়েন্টেই আটকে গেল বাংলা, রঞ্জিতে পরের ম্যাচে কি খেলবেন শামি?
ধোনি নিজে আইপিএলে অন্তত আরও এক মরশুম খেলার ইঙ্গিত দিয়েছেন। তেতাল্লিশের ধোনি গত মরশুমে নেতৃত্বের ভার তুলে দিয়েছিলেন রুতুরাজের হাতে। সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথনও জানিয়েছেন যে, ধোনির খেলার ব্যাপারে তাঁরা আশাবাদী।