IPL Auction 2023: ভাঙল কামিন্সের রেকর্ড, আইপিএলের ইতিহাসে সবথেকে দামি অজি হলেন গ্রিন
Cameron Green: আইপিএলের সর্বকালীন ইতিহাসে একমাত্র স্যাম কারানই গ্রিনের থেকে অধিক দামে বিক্রি হয়েছেন।
কোচি: আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন ক্যামেরন গ্রিন। ২০২০ সালের নিলামে কামিন্সকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতদিন পর্যন্ত তিনিই আইপিএলের ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় ছিলেন, তবে তাঁর রেকর্ড ভেঙে দিলেন গ্রিন। শুধু তাই নয়, আইপিএলের সর্বকালীন ইতিহাসে একমাত্র স্যাম কারানই গ্রিনের থেকে অধিক দামে বিক্রি হয়েছেন।
পোলার্ডের বিক্লপ?
মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন অলরাউন্ডারের ভূমিকায় আইপিএলের মঞ্চ মাতিয়েছেন কায়রন পোলার্ড। তবে সদ্যই তিনি আইপিএল থেকে খেলোয়াড় হিসাবে অবসর নিয়েছেন। পল্টনদের ব্যাটিং কোচ হয়েছেন পোলার্ড। তাই পল্টনরা যে অলরাউন্ডারের জন্য ঝাঁপাবে, তা কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। প্রথমে কারানের জন্য দর হাঁকিয়েছিল মুম্বই। কারানের জন্য ১১ কোটি ৫০ লক্ষ টাকা দর হাঁকানোর পর তারা পিছনে সরে আসে। তাঁকে আইপিএলের ইতিহাসের সর্বকালের সবথেকে বেশি দামে দলে নেয় পঞ্জাব কিংস। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় স্যাম কারানকে কেনে পঞ্জাব।
তবে কারানকে না পেলেও আরেক তরুণ অলরাউন্ডার গ্রিনকে দলে নিয়ে নিল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ বছর বয়সি গ্রিন ব্যাট হাতে বড় শট মারতে তো সক্ষমই, পাশাপাশি তিনি ১৪০-র অধিক গতিতে বল করতেও সক্ষম। তিনি মিডল অর্ডার ও টপ অর্ডার দুই স্থানেই ব্যাট করতে পারেন। তাই গ্রিন যে মুম্বই ইন্ডিয়ান্স দলের শক্তি বাড়াবে, তা বলাই বাহুল্য।
ব্রুকের চমক
নিলামে তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি ৫০ লক্ষ টাকা। শুরু থেকেই তাঁকে পেতে ঝাঁপিয়েছিল সব দল। দর হাঁকতে শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তাদের সঙ্গেই দর হাঁকতে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ পর্যন্ত ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় হ্যারি ব্রুককে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতে অবশ্য দর হাঁকাহাঁকির লড়াইয়ে ছিল না হায়দরাবাদ। বরং মনে করা হয়েছিল, রাজস্থান রয়্যালস ও আরসিবির মধ্যে কোনও একটি দল ব্রুকসকে কিনে নিতে পারে। তবে ইংরেজ ব্যাটারের জন্য ঝাঁপায় হায়দরাবাদও। ৫ কোটি ২৫ লক্ষ টাকা থেকে দর হাঁকা শুরু করে হায়দরাবাদ।
বেশ কয়েকটি রেকর্ডও ভেঙে দিলেন ব্রুক। আইপিএলের যে কোনও মিনি নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ব্যাটার হলেন ব্রুক। তিনি ভেঙে দিলেন শিমরন হেটমায়ারের রেকর্ড। শিমরন মিনি নিলামে সাত কোটি ৭৫ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন ইংরেজ তারকা।
আরও পড়ুন: ভাঙল সর্বকালীন রেকর্ড, কারানকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল পঞ্জাব