এক্সপ্লোর
Advertisement
KKR vs CSK, Dream11 Prediction: কেকেআরের হয়ে ওপেন করবেন কে? ব্র্যাভোকে নিয়ে কী ভাবনা সিএসকের? জেনে নিন সম্ভাব্য দল
Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL 2020: আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর চাপে কেকেআর।
আবু ধাবি: আজ ত্রয়োদশ আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ?
আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর চাপে কেকেআর। তাদের ওপেনিং জুটি নিয়ে সমস্যা। সুনীল নারাইন ব্যাট হাতে নিষ্প্রভ। তাঁর পরিবর্তে শুবমান গিলের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন রাহুল ত্রিপাঠি। রাসেল ও মর্গ্যানের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন রয়েছে। কেন ছন্দে থাকা রাসেল-মর্গ্যানকে আগে না পাঠিয়ে ছন্দ হাতড়ে বেড়ানো অধিনায়ক দীনেশ কার্তিক নিজে নামছেন, তা নিয়ে জল্পনা চলছে। কোনও কোনও মহল থেকে কার্তিককে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠছে। অন্যদিকে, কুলদীপকে নিয়ে কেকেআরের অবস্থান জানতেও আগ্রহী অনেকে। টুর্নামেন্ট যত এগচ্ছে, প্রত্যেক দলের স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হচ্ছে। অথচ চায়নাম্যান স্পিনারকে আগের ম্যাচে খেলায়নি কেকেআর। যা নিয়ে প্রশ্ন উঠছে।
মহেন্দ্র সিংহ ধোনিরা আগের ম্যাচে বিরাট ব্যবধানে (১০ উইকেটে) জিতে স্বস্তিতে। তবে বোলিং নিয়ে সমস্যা রয়েছে। রাসেল-মর্গ্যানদের থামাতে এক্সপ্রেস গতির লুনগি এনগিডিকে খেলানোর কথা বলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কিন্ত এনগিডি বা জশ হ্যাজলউড খেললে কার জায়গায় দলে থাকবেন? আগের ম্যাচের পারফরম্যান্সের পর ডুপ্লেসি-ওয়াটসন খেলবেনই। তৃতীয় বিদেশি হিসাবে স্যাম কারানের জায়গাও প্রায় পাকা। ডোয়েন ব্র্যাভো সম্ভবত খেলবেন চতুর্থ বিদেশি হিসাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে স্পেশ্যালিস্ট ব্র্যাভোকে বাদ দিতে চাইবেন না ধোনি। সেক্ষেত্রে আগের ম্যাচের দলই ধরে রাখতে পারে সিএসকে।
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
রাহুল ত্রিপাঠি
নীতিশ রানা
দীনেশ কার্তিক (অধিনায়ক)
আন্দ্রে রাসেল
অইন মর্গ্যান
শিবম মাভি
প্যাট কামিন্স
সুনীল নারাইন
কমলেশ নাগরকোটি
বরুণ চক্রবর্তী
চেন্নাই সুপার কিংস
শেন ওয়াটসন
ফাফ ডুপ্লেসি
অম্বাতি রায়ডু
কেদার যাদব
মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক)
রবীন্দ্র জাডেজা
ডোয়েন ব্র্যাভো
দীপক চাহার
স্যাম কারান
শার্দুল ঠাকুর
পীযূষ চাওলা
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement