(Source: ECI/ABP News/ABP Majha)
KKR vs LSG: আজ কলকাতার কাঁটা কলকাতার মালিকের দল, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022: কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একটি কলকাতার দল। অন্যটির মালিক কলকাতার। কেকেআরের স্বপ্নভঙ্গ ঘটাবে কি সঞ্জীব গোয়েঙ্কার দল?
মুম্বই: বুধবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নাইটদের ভাগ্যপরীক্ষা। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একটি কলকাতার দল। অন্যটির মালিক কলকাতার। কেকেআরের স্বপ্নভঙ্গ ঘটাবে কি সঞ্জীব গোয়েঙ্কার দল?
পয়েন্ট টেবিলে তিন নম্বরে লখনউ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে কে এল রাহুলদের (KL Rahul) ঝুলিতে। বুধবার জিতলে যারা সরাসরি পৌঁছে যাবে প্লে অফে। কিন্তু কেকেআরের সামনে জটিল অঙ্ক। কারণ, নাইটদের শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরেও।
আপাতত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে কেকেআর। বুধবার জিতলে কেকেআরের পয়েন্ট হবে ১৪। শ্রেয়স আইয়ারদের পক্ষে ইতিবাচক হল, দলের নেট রান রেট। ১৩ ম্যাচের মধ্যে ৭টি হারলেও নাইটদের নেট রান রেট .১৬০। যে কারণে বুধবার জিতলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ছাপিয়ে যাবে কেকেআর।
তবে অগ্নিপরীক্ষার ম্যাচের আগে নাইটদের দুশ্চিন্তা ওপেনিং। চলতি মরসুমে ৫টি ওপেনিং জুটি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছে কেকেআর। শেষ পর্যন্ত আগের ম্য়াচে বেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানের জুটি পঞ্চাশ রান পার করে। কিন্তু সেই ম্যাচের পরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন রাহানে। ফলে লখনউয়ের বিরুদ্ধে ফের ওপেনিং নিয়ে চিন্তাভাবনা করতে হবে নাইটদের। বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেনার হিসাবে খেলানো হতে পারে বাবা ইন্দ্রজিৎকে।
অন্যদিকে, ব্যাটিং নিয়ে সমস্যায় রয়েছে লখনউও। কে এল রাহুল ও কুইন্টন ডি'কক দুরন্ত ছন্দে। কিন্তু সমস্যাটা তার পরেই। তিন থেকে ছয় নম্বরে এক ঝাঁক ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে লখনউ। কিন্তু কেউই ধারাবাহিকতা দেখাতে পারেনি। চলতি আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে ঝোড়ো গতিতে রান তুলছে লখনউ। ওভার প্রতি ১১.৩০ রান করছে লখনউ। ১৬ পয়েন্ট নিয়ে কিছুটা স্বস্তিজনক জায়গায় থাকলেও লখনউয়ের প্লে অফ তাই এখনও নিশ্চিত নয়। রাহুলদেরও সুবিধা বলতে, নেট রান রেট বেশ ভাল। যে কারণে শেষ ম্যাচে হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।
আজ আইপিএলে
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপারজায়ান্টস
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, নবি মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
আরও পড়ুন: বাংলা ছাড়তে চান ঋদ্ধি! মন্তব্যে নারাজ সিএবি