এক্সপ্লোর
Advertisement
KKR vs SRH Playing 11 Prediction: আইপিএলে আজ মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ, কারা খেলবেন দু’দলের প্রথম একাদশে
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে বড়সড় কোনও বদলের সম্ভাবনা কম। তবে জোর জল্পনা রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে।
আবু ধাবি: আইপিএলে আজ, শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদ। দু’দলই দুবার করে ট্রফি জিতেছে। আর ত্রয়োদশ আইপিএলে প্রথম ম্যাচ হেরেছে দীনেশ কার্তিক ও ডেভিড ওয়ার্নার, দুই অধিনায়কই।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে বড়সড় কোনও বদলের সম্ভাবনা কম। ইনিংস ওপেন করবেন সম্ভবত সুনীল নারাইন ও শুবমান গিল। এরপর খেলার কথা নীতিশ রানা, অইন মর্গ্যান, অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের। তবে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে জল্পনা চলছে। ক্যারিবিয়ান তারকা নিজে ওপরের দিকে ব্যাট করা নিয়ে তাঁর ইচ্ছার কথা গত আইপিএলেও বলেছিলেন। শনিবার তিনি কোথায় ব্যাট করেন দেখার অপেক্ষায় ভক্তরা। এছাড়া নিখিল নায়েক ও রাহুল ত্রিপাঠির মধ্যে কাকে খেলানো হবে সেটা নিয়েও চর্চা চলছে। চারজন বোলারের মধ্যে শিবম মাভি, কুলদীপ যাদব, প্যাট কামিন্সের খেলা কার্যত নিশ্চিত। চতুর্থ বোলার হিসাবে খেলবেন সন্দীপ ওয়ারিয়র ও কমলেশ নাগরকোটির মধ্যে একজন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইনিংস ওপেন করবেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। তিনে মণীশ পাণ্ডে। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। তাঁর পরিবর্তে প্রথম একাদশে খেলতে পারেন কেন উইলিয়ামসন ও মহম্মদ নবির মধ্যে একজন। প্রথম একাদশের বাকি সম্ভাব্যরা হলেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা। এছাড়া খলিল আমেদ ও টি নটরাজনের মধ্যে একজন খেলতে পারেন।
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারাইন
শুবমান গিল
নীতিশ রানা
অইন মর্গ্যান
দীনেশ কার্তিক (অধিনায়ক)
আন্দ্রে রাসেল
নিখিল নায়েক/রাহুল ত্রিপাঠি
শিবম মাভি
কুলদীপ যাদব
প্যাট কামিন্স
সন্দীপ ওয়ারিয়র/কমলেশ নাগরকোটি
সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
মণীশ পাণ্ডে
প্রিয়ম গর্গ
কেন উইলিয়ামসন/মহম্মদ নবি
বিজয় শঙ্কর
অভিষেক শর্মা
রশিদ খান
ভুবনেশ্বর কুমার
সন্দীপ শর্মা
টি নটরাজন/খলিল আমেদ
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement