Kolkata Knight Riders: রিটেনশনে ১২০-র মধ্যে ৫৭ কোটি খরচ করেও কেন কেকেআর মাত্র ৫১ কোটি নিয়েই নিলামে নামবে?
IPL Retention 2025: মেগা নিলামে কেকেআর এবার সর্বোচ্চ ১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কু সিংহকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে।
নয়াদিল্লি: ২০২৫ মরশুমের আগে আইপিএলের রিটেনশন (IPL Retention 2025) তালিকা প্রকাশের জন্য ৩১ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়েছিল গভর্নিং কাউন্সিল। সেইমতোই, কাল ১০ ফ্র্য়াঞ্চাইজির সকলেই নিজেদের রিটেনশন তালিকা জানিয়ে দিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ছয় ক্রিকেটারকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রিটেনশন তালিকা প্রকাশের পরেই বিভ্রান্তি। কেকেআরের হাতে রিটেনশনের পর মেগা নিলামে খরচের জন্য আর কত টাকা রয়েছে?
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দলগঠনের জন্য মোট ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ বারে। কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। নাইটরা সর্বাধিক ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংহকে রিটেন করেছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের ১২ কোটি টাকা করে দিয়ে দলে রেখেছে নাইট। আর গত বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংহকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে ৫৭ কোটি। সেই অনুযায়ী ১২০ থেকে ৫৭ কোটি টাকা গেলে আর ৬৩ কোটি টাকা অবশিষ্ট থাকার কথা। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায় কেকেআরের কাছে আর ৫১ কোটি টাকাই রয়েছে। কিন্তু কেন? এই বাড়তি ১২ কোটি টাকা গেল কই?
বিষয়টা রয়েছে নিয়মে। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম রিটেনশনকে ১৮, দ্বিতীয় ১৪, তৃতীয়কে ১১, চতুর্থকে ১৮ এবং দুই আনক্যাপড ক্রিকেটারকে সর্বাধিক চার কোটি টাকা করে দিয়ে দলে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। কেকেআর তাঁদের সব ক্রিকেটারদেরই তুলনামূলক কম টাকায় দলে থাকতে রাজি করিয়ে ফেলেছে। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি যাই করুক, ছয় রিটেনশনের জন্য কমপক্ষে ৬৯ কোটি টাকা তাঁদের ঝুলি থেকে কাটা হবে। সেই জন্যই কেকেআর মোট ৫৭ কোটিতে দলের ছয় তারকাকে খেলার জন্য রাজি করিয়ে নিলেও, তাঁদের ঝুলি থেকে মোট ৬৯ কোটিই কাঁটা যাবে।
তাই মেগা নিলামে বাধ্য় হয়েই নাইটদের ৫১ কোটি টাকা হাতে নিয়েই দল গড়তে নামতে হবে। এই একই ঘটনা কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও ঘটেছে। তবে সেক্ষেত্রে মূল্য়টা ১২ কোটি নয়, বরং তার থেকে অনেক কম, মাত্র ৩.৫ কোটি। কেকেআরের ক্ষেত্রে টাকার অঙ্কটা যে অনেকটাই বেশি এ বিষয়ে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: রিটেনশনের পর কোন দলগুলির হাতে রইল আরটিএম কার্ডের বিকল্প? নিলামে কত টাকা নিয়ে নামবে কেকেআর?