KKR New Mentor: রাজস্থান রয়্যালসের কোচ হয়েছেন দ্রাবিড়, এবার কি কেকেআরের মেন্টর হচ্ছেন কুমার সঙ্গকারা?
Kolkata Knight Riders: নিজের প্রথম মরশুমেই মেন্টর হিসাবে দায়িত্বে নিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন গৌতম গম্ভীর। তবে তিনি নাইটদের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের কোচ হয়েছেন।
নয়াদিল্লি: এ বছরের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নিজের প্রথম মরশুমেই মেন্টর হিসাবে দায়িত্বে নিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন গৌতম গম্ভীর। তবে তিনি নাইটদের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের কোচ হয়েছেন। এবার তাঁর পরিবর্তে কে নাইট শিবিরের দায়িত্ব নেবেন, তা নিয়ে জল্পনা চলছেই। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কুমার সঙ্গকারার (Kumar Sangakkara) সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট।
কুমার সঙ্গকারা ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই রাজস্থান ২০২২ সালের আইপিএলের ফাইনালে পৌঁছয়। এ বছরের আইপিএলেও রাজস্থান তৃতীয় স্থানে শেষ করে। তাঁর ট্র্যাক রেকর্ড বেশ ভাল। তবে প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় প্রায় এক দশক পর ফের একবার রাজস্থানে ফিরেছেন। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়। এর জেরে সঙ্গকারার সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক ছিন্ন হতে পারে বলে জোর জল্পনা।
দ্রাবিড়ের সঙ্গে সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও রাজস্থানে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এর জেরেই নাকি সঙ্গকারাই রাজস্থানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন বলে খবর। তাঁর সঙ্গে নাকি কেকেআরের কথাবার্তাও অনেকটাই এগিয়েছে বলে শোনা যাচ্ছে। কেকেআরের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ। কিন্তু মেন্টরের জায়গা এখনও ফাঁকা। সেই জায়াগায় সঙ্গকারাকে দেখা যেতে পারে। তবে সঙ্গকারার কাছে আরও একাধিক ফ্র্যাঞ্চাইজিরও প্রস্তাব রয়েছে বলে শোনা যাচ্ছে।
Kumar Sangakkara 🤝 Rahul Dravid 🔥💗
— Rajasthan Royals (@rajasthanroyals) September 6, 2024
This is going to be exciting! 😍 pic.twitter.com/eAN4cvZsG1
তবে সঙ্গকারার রয়্যালস ছাড়াও কিন্তু নিশ্চিত নয়। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট এবং বিবৃতি দেওয়া হয় তাতে দ্রাবিড় ও সঙ্গকারা একসঙ্গে মিলেই রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করবেন বলে জানানো হয়। সঙ্গকারাও দ্রাবিড়ের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তে খুশি। তিনি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন বলেও জানিয়েছেন। তবে জল্পনা অব্যাহত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ! প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটকে পুড়িয়ে মারলেন তাঁরই প্রাক্তন?