এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া, হতাশায় এ কী করলেন গেইল!
ইনিংসের পর গেইল বলেন, ‘ভাল খেলেছি। এই পিচে ১৮০ ভাল স্কোর। ৯৯ রানে আউট হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে খুব ভাল বল ছিল। আমি একইরকমভাবে ক্রিকেট উপভোগ করছি। আইপিএল ট্রফিটা চাই। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে। বছরের পর বছর ধরে পরিশ্রম করছি। তার পুরস্কার পাচ্ছি।’
![মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া, হতাশায় এ কী করলেন গেইল! KXIP vs RR LIVE Score Updates IPL 2020 LIVE Updates Match 50: Kings XI Punjab vs Rajasthan Royals IPL 13 Match মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া, হতাশায় এ কী করলেন গেইল!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/31030701/Gayle.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: টুর্নামেন্টের শুরুর দিকে তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। সেই ক্রিস গেইল এখন ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে। কিংস ইলেভেন পঞ্জাবের প্রধান ভরসা হয়ে উঠেছেন। মরুদেশে দেখা যাচ্ছে গেইল-স্টর্ম। শুক্রবার তিন নম্বরে ব্যাট করতে নেমে ফের ঝোড়ো ইনিংস ক্যারিবিয়ান মহাতারকার।
তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। ৬৩ বলে ৯৯ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে যান গেইল। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। এদিনই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ ছক্কা মারার নজির স্পর্শ করলেন তিনি।
তবে আর্চারের বলে বোল্ড হয়েই মেজাজ হারালেন গেইল। নিজের ওপর হতাশায় ব্যাট ছুড়ে ফেলেন তিনি। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড়ে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল সেই ব্যাট কুড়িয়ে এনে গেইলের হাতে ফিরিয়ে দেন। যে আচরণের জন্য শাস্তির খাঁড়াও নেমে আসতে পারে গেইলের ওপর।
ইনিংসের পর গেইল বলেন, ‘ভাল খেলেছি। এই পিচে ১৮০ ভাল স্কোর। ৯৯ রানে আউট হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে খুব ভাল বল ছিল। আমি একইরকমভাবে ক্রিকেট উপভোগ করছি। আইপিএল ট্রফিটা চাই। তবে এখনও অনেকটা পথ পেরতে হবে। বছরের পর বছর ধরে পরিশ্রম করছি। তার পুরস্কার পাচ্ছি।’ তিনি যোগ করেন, 'এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চাইছি। তবে আমার কাছে এই ইনিংস সেঞ্চুরির সমান।'
গেইলের ব্যাটিং ঝড়ের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব তুলল ১৮৫/৪। ৪১ বলে ৪৬ রান করেন কে এল রাহুল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)