IPL 2024: আইপিএলে কে এল রাহুলের দলের সহকারী কোচ হলেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা
LSG Lance Klusener: এই মুহূর্তে লখনউ সুপারজায়ান্টস দলের হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর ডেপুটি হিসেবেই যোগ দেবেন ক্লুজনার। এছাড়াও কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন এস শ্রীরাম।
লখনউ: কিছুদিন আগেই দলের সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্রুণাল পাণ্ড্যকে (krunal Pandya)। তাঁর বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। এবার আসন্ন আইপিএলের (IPL 2024) আগে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হল লান্স ক্লুজনারকে (Lance Klusener)। ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতি দিয়ে প্রাক্তন প্রোটিয়া তারকাকে কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত করার বিষয়টি জানানো হয়।
এই মুহূর্তে লখনউ সুপারজায়ান্টস দলের হেডকোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর ডেপুটি হিসেবেই যোগ দেবেন ক্লুজনার। এছাড়াও কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন এস শ্রীরাম। SA20 ফ্রাঞ্চাইজি লিগে ডারবান সুপারজায়ান্টসের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার। চলতি বছরে ডারবান সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজি লিগে ফাইনালেও পৌঁছেছিল। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার কোচিং স্টাফ হিসেবে যুক্ত হচ্ছেন ক্লুজনার। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন যখন শন পোলক, তখন তাঁর সহকারী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন ক্লুজনার।
এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কোচ হিসেবেও সাফল্য পেয়েছিলেন ক্লুজনার। চ্যাম্পিয়ন হয়েছিল সেবার দল। ৫২ বছরের প্রাক্তন ক্রিকেটারের কোচিংয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আফগানিস্তানের হেডকোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরা ক্রিকেটের হয়েও কাজ করেছেন।
নিজের ক্রিকেট কেরিয়ারে বিশ্বের অন্যতম সেরা খেলােয়াড় হসেবে মানা হত তাঁকে। ১৯৯৯ বিশ্বকাপে টুর্নামেন্টে সেরা ক্রিকেটারও হয়েছিলেন।
উল্লেখ্য, নিলামের আগেই লখনউ সুপারজায়ান্টসের মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি কেকেআরের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। এরপরই কিছুদিন আগে ক্রুণাল পাণ্ড্যকে সরিয়ে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নিকোলাস পুরানের হাতে। লখনউ নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল ও পুরানের একটি ছবি পোস্ট করে লেখেন, 'কেএল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), এই মরশুমটা ইতিমধ্যেই বিশেষ বলে মনে হচ্ছে।' গত মরশুমে রাহুল ছিটকে যাওয়ার পর ক্রুণালের কাঁধেই দায়িত্ব ছিল। গত মরশুমেও আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। তবে খেতাব জিততে পারেনি। ক্রুণাল বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে। ওয়ান ডে ফর্ম্য়াটে ২০২১ সালে শেষবার জাতীয় দলের হয়ে নেমেছিলেন টি-টোয়েন্টিতেও ২০১৮-২০২১ পর্যন্ত খেলার পর আর জাতীয় দলে ঢুকতে পারেননি।