MI vs SRH, Fantasy 11 Predictions: রোহিত-রোকো লড়াইয়ে ওয়ার্নারের বাজি কে?
MI vs SRH Fantasy 11 Team Prediction: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পরপর দুই ম্যাচ হেরে শুরুতেই বিপাকে ডেভিড ওয়ার্নাররা।
চেন্নাই: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পরপর দুই ম্যাচ হেরে শুরুতেই বিপাকে ডেভিড ওয়ার্নাররা। যদিও এর আগে ২০১৪, ২০১৬ ও ২০২০, তিনবার আইপিএলে পরপর দুই ম্য়াচ হেরে অভিযান শুরু করেছিল হায়দরাবাদ। এর মধ্যে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেভিড ওয়ার্নারের দল। এবারও কি সেরকম কোনও পরিণতি অপেক্ষা করে রয়েছে?
যদিও তৃতীয় ম্যাচেও ওয়ার্নারদের সামনে কঠিন চ্যালেঞ্জ কারণ, তাঁদের লড়াই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এবারও যারা ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিট। সবচেয়ে বড় কথা, প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গেলেও টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মারা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রায় হারের কিনারা থেকে ম্যাচ জিতে নিয়েছিলেন রোহিতরা।
কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ। মুম্বই দলে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এমনিতেই বছরের পর বছর ধরে দলের নিউক্লিয়াসটা একই রেখে দিয়েছে মুম্বই। শনিবারও তাদের হয়ে ওপেন করবেন সম্ভবত রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক। এরপর নামবেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য। বোলারদের মধ্যে খেলবেন রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা। মার্কো জানসেনকে নিয়ে সংশয় রয়েছে। তিনি না খেললে জয়ন্ত যাদবকে খেলাতে পারে মুম্বই।
অন্যদিকে হায়দরাবাদ দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। ব্যাটে পরপর সুযোগ পেয়েও ব্যর্থ ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া হতে পারে। ওপেনিংয়ে হয়তো ওয়ার্নার ও বেয়ারস্টো। তবে ফিনিশার নিয়ে চিন্তা থাকবে হায়দরাবাদের।
সম্ভাব্য দল
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।
বাই বেন! অস্ত্রোপচারের জন্য দেশে ফিরলেন স্টোকস, বিষণ্ণ রাজস্থান শিবির