IPL 2023: ভারতের বিরুদ্ধে অলরাউন্ড দক্ষতায় প্রভাবিত করা কিউয়ি তারকাকে দলে নিল আরসিবি
Michael Bracewell: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুরন্ত ১৪০ রানের একটি ইনিংস খেলার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে কিউয়িদের হয়ে সর্বাধিক উইকেটও নিয়েছিলেন ব্রেসওয়েল।
বেঙ্গালুরু: নতুন বছরে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই ব্যাটে, বলে দুরন্ত পারফর্ম করে সকলেরই নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। তবে তাঁকে নিলামে কোনও আইপিএল ফ্রাঞ্চাইজি দলেই নেয়নি। অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হাত ধরে ব্রেসওয়েলের আইপিএল (IPL 2023) খেলার স্বপ্নপূরণ হতে চলেছে। ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের বদলি হিসাবে আসন্ন মরসুমের জন্য তাঁকে দলে নিল আরসিবি।
🔊 ANNOUNCEMENT 🔊
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2023
Michael Bracewell of New Zealand will replace Will Jacks for #IPL2023.
The 32-year-old all-rounder was the top wicket taker for Kiwis during the T20I series in India, and scored a fighting 140 in an ODI game. 🙌#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/qO0fhP5LeY
আরও পড়ুন: কাউন্টি ক্রিকেটে খেলার ডাক অর্শদীপকে, কোন দলে খেলবেন?