IPL 2021: করোনামুক্ত হাসি, সোমবার দেশে ফেরার কথা অস্ট্রেলীয় ক্রিকেটারদের
অবশেষে রবিবার কিছুটা স্বস্তি ফিরল সিএসকে শিবিরে। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি করোনা থেকে সেরে উঠে রবিবারই দোহা হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছেন।
নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মাঝপর্বেই স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলেও স্বস্তি ছিল না চেন্নাই সুপার কিংস শিবিরে। করোনা সংক্রমণে বিধ্বস্ত ছিল মহেন্দ্র সিংহ ধোনিদের দল। করোনা আক্রান্ত হয়েছিলেন দলের সাপোর্ট স্টাফদের দুই গুরুত্বপূর্ণ সদস্য, ব্যাটিং কোচ মাইকেল হাসি ও বোলিং কোচ এল বালাজি। অস্ট্রেলীয় হাসি ভারতেই আটকে ছিলেন এতদিন।
অবশেষে রবিবার কিছুটা স্বস্তি ফিরল সিএসকে শিবিরে। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি করোনা থেকে সেরে উঠে রবিবারই দোহা হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছেন। সিএসকে ফ্র্যাঞ্চাইজির এক শীর্ষকর্তা এই তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যানের আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। রবিবার ভোরের দিকে ভারত ছেড়ে গিয়েছেন তিনি।
হাসি ছাড়াও আইপিএল ২০২১ এর সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার এবং ধারাভাষ্যের কাজে আসা প্রাক্তনীরা মলদ্বীপে রয়েছেন। সোমবার সেখান থেকে অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার কথা সকলেরই। ক্রিকেটারদের তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং মাইকেল স্ল্যাটার-রা। সিএসকে শিবিরের উদ্বেগ বাড়িয়ে হাসির করোনা পরীক্ষার দ্বিতীয় রিপোর্টও পজিটিভ এসেছিল। তাই ভারতেই আটকে থাকতে হয়েছিল 'মিস্টার ক্রিকেট'-কে। টানা দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল তাঁর। অবশেষে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
চার দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। অস্ট্রেলীয় ক্রিকেটারেরা মলদ্বীপে গিয়েছিলেন। সেখানে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তাঁরা দেশে ফিরছেন। মাইকেল হাসিও তাঁদের সঙ্গেই যোগ দিচ্ছেন।