KKR IPL 2024 Champion: অনেকেই তো অনেক কিছু বলেছিলেন... ফাইনাল জিতে কী বললেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক?
IPL 2024 Final: আইপিএলের ফাইনালে নিজের তিন ওভারে ১৪ রান খরচ করে দুই উইকেট নেন মিচেল স্টার্ক।
চেন্নাই: বিগ ম্যাচ প্লেয়ার বলে একটা কথা প্রায়শই ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে শোনা যায়। এর সমর্থাক শব্দ মনে হয় মিচেল স্টার্ক (Mitchell Starc)। বিশ্বকাপের ফাইনালে একা হাতে প্রতিপক্ষকে ধ্বংস করে বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। এবার আইপিএল ফাইনালের (IPL 2024 Final) মঞ্চও সাক্ষী থাকল স্টার্ক স্পেশালের। চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (KKR vs SRH) তাঁর পরিসংখ্যান, তিন ওভার ১৪ রান, দুই উইকেট। এই দুরন্ত বোলিংয়ের জন্য তাঁকে আইপিএল ফাইনালের সেরা খেলোয়াড় হিসাবে বেছে নেওয়া হল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা অজ়ি ক্রিকেটার বলেন, 'আজকের রাতটা কেকেআরের জন্য দারুণ ছিল। সম্ভবত সবথেকে রোমাঞ্চকর দুই দল আইপিএলের ফাইনালে মাঠে নেমেছিল। আমাদের দলটা দারুণ ছিল এবং গোটা টুর্নামেন্ট জুড়েই আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করেছি। এটাই আমাদের সাফল্যের সবথেকে বড় কারণ।'
A lightning spell to light up the #Final ⚡️⚡️
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
Mitchell Starc bags the Player of the Match award when it mattered the most 💜
Scorecard ▶️ https://t.co/lCK6AJCdH9#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/j0igMZ3Hz1
২৪.৭৫ কোটি, আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বাধিক দামে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। স্টার্কের প্রখম কয়েক ম্যাচের পারফরম্যান্স অবশ্য আশানুরূপ ছিল না। তারপরেই সমালোচনার সম্মুখীনও হয় তিনি। আগে না বললেও, টুর্নামেন্ট শেষে স্টার্কের মুখে কিন্তু উঠে এল সবথেকে দামি ক্রিকেটার হওয়ার চাপের কথা।
'অনেক ঠাট্টা, মশকরা হয়েছে। বিশেষত টাকা নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। আমার এখন যথেষ্ট বয়স হয়েছে এবং আমি যথেষ্ট অভিজ্ঞ। সেটা এই চাপ সামলাতে আমায় সাহায্য করেছে। এই বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়া, দলের হয়ে খেলাটা আমার জন্য ব্যক্তিগতভাবে দারুণ মজার ছিল। আমাদের বোলিং আক্রমণটা খুবই ভাল। দেখা যাক ভবিষ্যতে কী হয়, ওরা কেমন কী করে।'
ফাইনালের আগেই স্টার্ক বলেছিলেন পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে। সেই পাওয়ার প্লেতেই বল হাতে ঝড় তোলেন তিনি। প্রথম ওভারেই নেন অভিষেকের উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে রাহুল ত্রিপাঠিকেও ফেরান স্টার্ক। প্রথম ছয় ওভারেই ৪০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। সেই পরিস্থিতি থেকে আর ফিরে আসতে পারেননি তাঁরা। স্টার্কের দুই এবং রাসেল তিন উইকেট নিয়ে সানরাইজার্সকে ১১৩ রানে অল আউট করে দেয়। সব কেকেআর বোলাররাই উইকেট পান। অল্পরান তাড়া করতে নেমে বেঙ্কটেশ আইয়ারের ধুঁয়াধার হাফসেঞ্চুরিতে ৫৭ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোনও উপহার নয়, ফাইনালের আগে ছেলের কাছে কী আর্জি করেছিলেন গুরবাজ়ের মা?