IPL 2024: ইয়র্কারে উইকেট ভাঙেন, আবার ব্যাট হাতে কভার ড্রাইভও মারেন, MI-র নেটে ঝড় তুললেন ব্যাটার বুমরা
Jasprit Bumrah: বল হাতে দলের উইকেটকিপার এবার ব্যাট হাতেও ঝড় তুলতে তৈরি!
নয়াদিল্লি: চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ফর্ম খুব একটা আহামরি নয়। আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগ তালিকায় আপাতত আট নম্বরে রয়েছে আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা। তবে দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) কিন্তু ব্যক্তিগতভাবে বল হাতে আগুন ঝরাচ্ছেন। কিন্তু এবার বোলার নয়, বুম বুম বুমরাকে ব্যাট হাতে নেটে ঝড় তুলতে দেখা গেল।
এই মরশুমে মুম্বইয়ের বোলিং বিভাগ মোটামুটি ভাল পারফর্ম করছে। বুমরা এবং জেরাল্ড কোয়েৎজে, দুই পল্টন ফাস্ট বোলার ইতিমধ্যেই ১৩ ও ১২টি করে উইকেট নিয়েছেন। পল্টনদের উদ্বেগ বোলিং নয়, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে। এবার কি সেই দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন বুমরা! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে শুক্রবার, ২৫ এপ্রিল মুম্বইয়ের অনুশীলনে ব্যাটার বুমরাকে দারুণ ছন্দে দেখা গেল।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বুমরার ব্যাটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে ফ্লিক, স্যুইপ, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, কী না দেখা গেল বুমরার ব্যাট থেকে। সেই ভিডিওটির ক্যাপশনে বুমরার ব্যাটিং সম্পর্কে মুুম্বইের তরফে লেখা হয়, 'আজ ব্যাটিং তেরা জাস্সি ভাই করেগা।!'
Aaj batting tera Jassi bhai karega! 😎💥#MumbaiMeriJaan #MumbaiIndians | @Jaspritbumrah93 pic.twitter.com/RO0WWHh7Fz
— Mumbai Indians (@mipaltan) April 26, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আরও এক মজাদার ক্যাপশন সমেত সোশ্যাল মিডিয়া ভিডিও শেয়ার করা হয়। সেখানে মুম্বইয়ের তরফে জানানো হয় রিলটা তৈরি করতে গিয়ে তাদের ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা যায় রিলের জন্য রাখা একের পর এক ক্যামেরা টিম ডেভিড, তিলক বর্মা, সূর্যকুমার যাদবরা ব্যাটিংয়ের সময় ভেঙে ফেলেন।
This reel cost us 40k to make... 😰#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/ISqo0Ax4tW
— Mumbai Indians (@mipaltan) April 26, 2024
প্রসঙ্গত, মুম্বই নিজেদের গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয় উইকেটে পরাজিত হয়। অপরদিকে, পয়েন্ট তালিকায় ছয়ে থাকা দিল্লি নিজেদের শেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। ভালই ফর্মে রয়েছেন ঋষভ পন্থরা। দিল্লির অধিনায়ক তো নিজেই গত ম্যাচে অপরাজিত ৮৮ রানের ইনিংসে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। চার রানে গুজরাতকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড়ে থাকতে দুই দলের কাছেই দুই পয়েন্ট বিরাট গুরুত্বপূর্ণ। তাই শনিবার কিন্তু দিল্লি বনাম মুম্বইয়ের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবেন সকলে, এমনই আশা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মন্ত্রে সফল? কেকেআরের কাঁটা হয়ে উঠবেন ইডেনে?