Nitish Rana: কেকেআরের ব্যাটিং অস্ত্রকে ছিনিয়ে নিল রাজস্থান, দরই হাঁকল না নাইট শিবির
IPL Auction: তিনি যে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তাই নয়, দলকে নেতৃত্বও দিয়েছেন এক বছর আগে। সেই ক্রিকেটারের জন্য এবারের নিলামে দরই হাঁকল না কেকেআর।
জেড্ডা: তিনি যে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তাই নয়, দলকে নেতৃত্বও দিয়েছেন এক বছর আগে। সেই ক্রিকেটারের জন্য এবারের নিলামে দরই হাঁকল না কেকেআর।
নীতীশ রানাকে (Nitish Rana) দলে নিয়ে বড় বাজিমাত করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সঙ্গে আরআর প্রমাণ করে দিল, ট্রফি জয়ের জন্য ভাল দল গড়তে এবার কতটা মরিয়া তারা।
নিলামের টেবিলে দিল্লির ক্রিকেটার নীতীশ রানার ন্যূনতম দাম ছিল দেড় কোটি টাকা। তিনি নিজে স্পিন খেলায় দর। পাশাপাশি কার্যকরী স্পিন বোলিংও করেন। নীতীশ রানার অফস্পিন উইকেটও এনে দেয় দলকে।
.@rajasthanroyals win the bid for Nitish Rana 👏👏
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
He's acquired for INR 4.2 Crore 👌👌#TATAIPLAuction | #TATAIPL
সোমবার, সৌদি আরবের জেড্ডায় নিলামের দ্বিতীয় দিন শুরুতেই নীতীশের জন্য ঝাঁপায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সঙ্গে সঙ্গেই দর কষতে শুরু করে রাজস্থান রয়্যালস। দ্রুত তাঁর দাম ছাড়িয়ে যায় তিন কোটি টাকা। শেষ পর্যন্ত ৪ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কেনে আরআর।
আরও পড়ুন: ক্যাপ্টেন করতে চেয়ে ফোন, ধরেননি শ্রেয়স? নিলামের দিনই বিতর্কে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক
গত আইপিএলে চোট ভুগিয়েছে নীতীশকে। কেকেআরের হয়ে বেশি ম্যাচও খেলতে পারেননি। খেলেছিলেন মাত্র ২ ম্যাচ। সব মিলিয়ে আইপিএলে ১০৭ ম্যাচে ২৬৩৬ রান করেছেন নীতীশ। তাঁর অভিজ্ঞতা যে কোনও দলের সম্পদ হতে পারে।
২০১৬ সালে আইপিএলে অভিষেক হয়েছিল নীতীশের। পরে তিনি যোগ দেন কেকেআরে। ২০২৩ সালের আইপিএলে কেকেআরকে নেতৃত্বও দেন। পিঠের চোটের জন্য সেবার আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে কে কেকেআরকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে জলঘোলা শুরু হয়। তবে শাহরুখ খান, জুহি চাওলার দলের মুশকিল আসান হয়ে দাঁড়ান নীতীশ রানা। দলকে নেতৃত্ব দেন তিনিই। তাঁর অধিনায়কত্বে অল্পের জন্য প্লে অফের টিকিট হাতছাড়া হয় কেকেআরের। তবে নাইটদের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন নীতীশ। এবার খেলবেন নতুন দলের জার্সিতে।
আরও পড়ুন: শ্রেয়সকেও দামে ছাপিয়ে গেলেন পন্থ, ২৭ কোটি টাকায় দিল্লির হাত থেকে ছিনিয়ে নিল লখনউ